হাজার টাকা ডিসকাউন্ট, iPhone এর ফিচার থাকা Realme Narzo N53 আজ স্পেশাল সেলে কিনে নিন

Avatar

Published on:

Realme Narzo N53 Sale Today

Realme Narzo N53 কয়েকদিন আগে বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছিল। এখনও এর ওপেন সেল শুরু হয়নি। তবে আগ্রহীরা চাইলে আজ এই ডিভাইসটি কিনতে পারবেন। Realme আজ Narzo N53 ফোনের জন্য একটি স্পেশাল সেলের (Special Sale) আয়োজন করেছে। কোম্পানির নিজস্ব সাইট realme.com ছাড়াও Amazon থেকে ডিভাইসটি কেনা যাবে। দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত এই স্পেশাল সেল চলবে। আসুন এই সেলে Realme Narzo N53 কি কি অফারের সাথে পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

Realme Narzo N53 এর দাম ও অফার

রিয়েলমি নারজো এন৫৩ দুটি ভ্যারিয়েন্টে এসেছে। যেগুলি হল ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। রিয়েলমি নারজো এন৫৩ দুটি কালারে এসেছে – ফেদার গোল্ড এবং ফেদার ব্ল্যাক।

স্পেশাল সেলে রিয়েলমি নারজো এন৫৩ ফোনের ৪ জিবি ভ্যারিয়েন্টে ৭৫০ টাকা এবং ৬ জিবি মডেল ১,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে। আর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের লাভও ওঠানো যাবে।

Realme Narzo N53 এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি নারজো এন৫৩ ফোনের বিশেষ আকর্ষণ আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো মিনি ক্যাপসুল ফিচার। এর সাহায্যে চার্জ স্ট্যাটাস, লো ব্যাটারি অ্যালার্ট এবং ডেটা ইউসেজ-এর মতো তথ্যগুলি দেখা যাবে। এই হ্যান্ডসেটে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।

পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর ইউনিসক প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) ইউজার ইন্টারফেসে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩৩ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫০% চার্জ পূর্ণ করতে পারে।

ক্যামেরার কথা বললে Realme Narzo N53 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

সঙ্গে থাকুন ➥