Samsung এর এই ফোন ও ট্যাবলেটে আসছে Android 14 আপডেট, দেখে নিন কোন‌ কোন ডিভাইস কবে আপডেট পাবে

Avatar

Published on:

Samsung Android 14 Update Timeline

স্মার্টফোন (Smartphone) থেকে শুরু করে ট্যাবলেটের (Tablet) মতো ডিভাইসগুলির একটা নির্দিষ্ট সময় অন্তর আপডেটের প্রয়োজন হয়। তাই স্মার্টফোন ব্র্যান্ডগুলি যথা সময়ে তাদের প্রত্যেকটি ডিভাইসের জন্য আপডেট নিয়ে আসে। সম্প্রতি Samsung তাদের ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬ (Android 14 based One UI 6) আপডেট রোল আউট করার কথা ঘোষণা করেছে। আসুন কোন ফোনে কখন আপডেট আসবে জেনে নেওয়া যাক।

Samsung ফোনে আসা Android 14 আপডেটের সময়সূচী

৩০শে অক্টোবর – Galaxy S23 , Galaxy S23+ এবং Galaxy S23 Ultra।

১৩ই নভেম্বর – Galaxy A34 5G, Galaxy A54 5G, Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5।

১৫ নভেম্বর – Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra।

২০ নভেম্বর – Galaxy S23 FE, Galaxy A13 5G, Galaxy A33 5G, Galaxy A53 5G, Galaxy S21, Galaxy S21+ , Galaxy S21 Ultra, Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4।

২৪ নভেম্বর – Galaxy S21 FE।

২৭ নভেম্বর – Galaxy A52, Galaxy A52s 5G, Galaxy A13, Galaxy A23 5G, Galaxy Z Flip 3 এবং Galaxy Z Fold 3।

৩০ নভেম্বর- Galaxy A72।

১ ডিসেম্বর – Galaxy A25 5G।

৪ ডিসেম্বর- Galaxy A04s।

৮ ডিসেম্বর – Galaxy XCover 5।

প্রসঙ্গত উল্লেখ্য, এই তালিকায় স্যামসাংয়ের সকল ডিভাইসের নাম অন্তর্ভুক্ত নেই। তবে, খুব শীঘ্রই সংস্থাটি তাদের বাকি মডেলগুলিতে আসা আপডেটের তারিখ প্রকাশ করবে। আর বর্তমান তালিকাটি কেবলমাত্র ইউরোপের ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য। আশা করা হচ্ছে, Samsung শীঘ্রই ভারতের ব্যবহারকারীদের জন্যও আপডেট সম্পর্কে বিস্তারিত জানাবে।

সঙ্গে থাকুন ➥