5,850mah ব্যাটারি ও 70W ফাস্ট চার্জিং সহ দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Tecno

Avatar

Published on:

Tecno Pova 6 Battery

গত মাসে টেকনো স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) ইভেন্টে Tecno Pova 6 Pro লঞ্চ করেছিল। এটি MediaTek Dimensity 6080 চিপসেট চালিত 5G স্মার্টফোন যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফুলএইচডি+ ডিসপ্লে অফার করে৷ বর্তমানে শোনা যাচ্ছে যে ব্র্যান্ডটি স্ট্যান্ডার্ড Tecno Pova 6 লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। জল্পনা বাড়িয়ে ফোনটি এখন গুগল প্লে কনসোল (Google Play Console) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) ডেটাবেসে দেখা গেছে।

Tecno Pova 6 হাজির একাধিক সার্টিফিকেশন সাইটে

গুগল প্লে কনসোলের ডেটাবেসে টেকনো পোভা ৬ ফোনটি TECNO-LI7 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। লিস্টিং অনুযায়ী, টেকনো ফোনটিতে ফ্ল্যাট ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে, যা ২,৪৩৬×১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করবে।

ডিজাইন অনুযায়ী, ডিভাইসটির ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার অবস্থান করবে এবং কোণগুলি গোলাকার হবে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসরটি থাকবে, যার পিক ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। চিপসেটের সাথে মালি জি৫৭ জিপিইউ এবং ৮ জিবি র‍্যাম যুক্ত থাকবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের রান করবে বলেও জানা গেছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন-এর প্ল্যাটফর্মেও Tecno Pova 6 একই মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, ফোনটিতে ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৮৫০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়া লিস্টিংয়ে প্রকাশিত স্কিম্যাটিকটি দেখিয়েছে যে, ফোনটির পিছনে বৃত্তাকার ফ্ল্যাশ মডিউল সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে। ছবিতে ‘২৫৬ জিবি + ১২ জিবি’ লেখা আছে, তাই ফোনটিকে এই সংস্করণে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তবে, Tecno Pova 6-এর ডিসপ্লের ধরন, রিফ্রেশ রেট, ক্যামেরা রেজোলিউশন সহ আরও কিছু বৈশিষ্ট্য এখনও সামনে আসেনি। জানিয়ে রাখি, গত বছর লঞ্চ হওয়া Pova 5 একই Helio G99 চিপসেট অফার করে। কিন্তু, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলসিডি ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, ফোনটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি এআই (AI) লেন্স বিদ্যমান। তাই এখনও পর্যন্ত ফাঁস হওয়া তথ্যগুলি উত্তরসূরি, Tecno Pova 6-এর আপগ্রেডের দিকে ইঙ্গিত করছে।

সঙ্গে থাকুন ➥