64MP OIS ক্যামেরা ও অ্যামোলেড ডিসপ্লে সহ আসছে Vivo V29 Lite, প্রচুর স্পেসিফিকেশন লিক

Avatar

Published on:

Vivo V29 Lite Specifications Leaked

ভিভো (Vivo) গত মার্চ মাসে V27 সিরিজ লঞ্চ করেছে। বাজারে আসার মাস দুয়েকের মধ্যেই উত্তরসূরি Vivo V29 সিরিজ নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। নতুন সিরিজটি আগামী জুন মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, যদিও কোম্পানির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এবিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি। এবার এই লাইনআপে অর্ন্তভুক্ত Vivo V29 Lite এর অনেক স্পেসিফিকেশন সামনে এসেছে। এটি Vivo V29 সিরিজের অন্যতম সাশ্রয়ী মূল্যের মডেল হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, আসুন জেনে নেওয়া যাক।

Vivo V29 Lite এর স্পেসিফিকেশন প্রকাশ্যে

টিপস্টার সুধাংশু আম্ভোরেকে উদ্ধৃত করে ৯১মোবাইলস হিন্দি দাবি করেছে যে ভিভো ভি২৯ লাইটে ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১,০৮০ X ২,৪০০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে।

ভিভো ভি২৯ লাইট হ্যান্ডসেটে সম্ভবত ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। আর অতিরিক্ত স্টোরেজের জন্য এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও উপস্থিত থাকতে পারে। সফটওয়্যারের ক্ষেত্রে, ভি২৯ লাইট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Vivo V29 Lite-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে, যার সাথে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত থাকতে পারে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V29 Lite-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে।

এছাড়া, এই হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে ৫জি, ৪জি এলটিই, ডুয়েল সিম, ওয়াইফাই, ব্লুটুথ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। উল্লেখ্য, স্পেসিফিকেশন দেখে বিচার করলে, Vivo V29 Lite একটি সাশ্রয়ী মূল্যের মিড-রেঞ্জ স্মার্টফোন হবে বলে মনে হচ্ছে।

স্মার্টফোনটির দাম ৩০০-৩৫০ ডলার (প্রায় ২৪,৮৫০ টাকা থেকে ২৯,০০০ টাকা)-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে, ব্র্যান্ডের পক্ষ থেকে এই ডিভাইসটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, ভিভো শীঘ্রই Vivo V29 সিরিজের লঞ্চের তারিখটি ঘোষণা করবে।

সঙ্গে থাকুন ➥