TechGupMobilesVivo V30 ও Vivo V30 Pro অসম্ভব সুন্দর রঙে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Vivo V30 ও Vivo V30 Pro অসম্ভব সুন্দর রঙে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

ভারতে আসছে Vivo V30 ও Vivo V30 Pro ফোন। ইতিমধ্যেই এই দুই ডিভাইসের পোস্টার সামনে এসেছে। আজ আবার ভিভো এই দুই ফোনের পোস্টার শেয়ার করেছে। এখান থেকে Vivo V30 ও Vivo V30 Pro এর কালার ভ্যারিয়েন্ট ও ফিচার সম্পর্কে জানা গেছে।

Vivo V30 Pro পাওয়া যাবে তিনটি কালারে

ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে জানা গেছে যে, ভিভো ভি৩০ প্রো তিনটি কালারে পাওয়া যাবে – ক্লাসিক ব্ল্যাক ও অন্দামান ব্লু ও পিকক গ্রীন। এই প্রতিটি রং একটি কারণকে জানান দেবে। যেমন পিকক গ্রীন ভারতের জাতীয় পাখির কথা মনে করাবে। আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাণবন্ত জলরাশিকে তুলে ধরবে অন্দামান ব্লু।

আবার ভিভো ভি৩০ প্রো ফোনটি ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এতে একাধিক ক্যামেরা ফিচার অন্তর্ভুক্ত করা হবে। আবার এই ডিভাইসে মিলবে অরা লাইট পোট্রেট।

আবার Vivo V30 ও Vivo V30 Pro হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আবার এগুলিতে মিড রেঞ্জ প্রসেসর ব্যবহার করা হবে।

RELATED ARTICLES

Top Stories