HomeHow ToPan Card: দেশজুড়ে চলছে জালিয়াতি, আপনার প্যান কার্ড দিয়ে কেউ লোন নিচ্ছে...

Pan Card: দেশজুড়ে চলছে জালিয়াতি, আপনার প্যান কার্ড দিয়ে কেউ লোন নিচ্ছে না তো?

PAN কার্ড জালিয়াতি থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন এবং ইতিমধ্যেই প্রতারিত হলে সেই বিষয়ে কীভাবে অনলাইনে অভিযোগ দায়ের করবেন জেনে নিন।

‘পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর’ বা PAN কার্ড ভারতবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে এবার এই ডকুমেন্টকে ব্যবহার করে প্রতারণার জাল পেতেছে জালিয়াতরা। যার ফলে অনেকেই আর্থিক ক্ষতি, পরিচয় চুরি ইত্যাদি পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তাই এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ কীভাবে সনাক্ত করবেন, PAN কার্ড জালিয়াতি থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন এবং ইতিমধ্যেই প্রতারিত হলে সেই বিষয়ে কীভাবে অনলাইনে অভিযোগ দায়ের করবেন আসুন সমস্ত বিষয়ে জেনে নেওয়া যাক।

কীভাবে অনলাইনে প্যান কার্ডের অপব্যবহার হয়? (How PAN Card Misused Online?)

প্যান কার্ড অননুমোদিত ভাবে কাজে লাগানোর মাধ্যমে জালিয়াতি করা সম্ভব। এক্ষেত্রে সাইবার অপরাধীরা এই জরুরি ডকুমেন্ট অপব্যবহার করে নানাবিধ অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করতে পারে, যেমন – অর্থ ও পরিচয় চুরি। পরিচয় চুরি করা হলে তা কাজে লাগিয়ে প্রতারকরা – বেআইনিভাবে ঋণের আবেদন, অবৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, এসএমএসের মাধ্যমে ফিশিং স্ক্যাম, এমনকি ক্রেডিট কার্ডের জন্য আবেদন পর্যন্ত করতে পারবে। এই যাবতীয় অপকর্ম প্রতারকরা করলেও, এর সরাসরি দায় ও ভোগান্তি গিয়ে পড়বে আপনার উপর।

প্যান কার্ডের অপব্যবহার কীভাবে অনলাইনে রিপোর্ট করবেন? (How to Report PAN Card Misuse Online?)

প্যান কার্ড জালিয়াতির বিষয়ে রিপোর্ট করার একটি সহজ অনলাইন প্রক্রিয়া আছে। নীচে ধাপসমূহ দেওয়া হল –

১. প্রথমেই ‘ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক’ (Tax Information Network) পোর্টালে চলে যান।

২. এবার ‘কাস্টমার কেয়ার’ (Customer Care) বিভাগের অধীনে থাকা ‘কমপ্লেইনস/কোয়েরি’ (Complaints/Queries) বিকল্পটি নির্বাচন করুন।

৩. এবার অভিযোগের ফর্ম পূরণ করুন।

৪. তারপর ক্যাপচা ভ্যারিফিকেশন সম্পূর্ণ করুন এবং ফর্ম জমা দিন।

প্যান কার্ডের অপব্যবহার হচ্ছে কিনা এইভাবে জানুন (know if your PAN card is being misused) :

আপনার প্যান কার্ড অপব্যবহার হয়েছে কিনা তা চেক করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন –

১. প্রথমে ক্রেডিট ব্যুরোর ওয়েবসাইটে চলে যান এবং আপনার ক্রেডিট স্কোর চেক করুন।

২. আপনার আর্থিক বিবরণ এন্টার করুন।

৩. এবার রেজিস্টার মোবাইল নম্বরে OTP পাঠানো হবে, তা ভ্যারিফাই করুন।

৩. পরবর্তীতে ক্রেডিট স্কোর দেখেই আপনি বুঝতে পারবেন লিঙ্কড থাকা প্যান কার্ড ব্যবহার করে কোনো অপরাধমূলক কার্যকলাপ করা হচ্ছে কিনা।

কীভাবে প্যান কার্ড জালিয়াতি প্রতিরোধ করবেন? (How to Prevent PAN Card Frauds?)

প্যান কার্ড জালিয়াতির থেকে নিজেকে সুরক্ষিত থাকবে এই সতর্কতাগুলি অবলম্বন করুন –

  • কোনো ওয়েবসাইটে প্যান নম্বর এন্টার করার আগে সর্বদা নিশ্চিত করুন যে ওয়েবসাইটের URL যেন ‘https’ দিয়ে শুরু হয়।
  • কোথাও প্যান কার্ডের ফটোকপি জমা দিতে বলা হলে, ‘সেলফ অ্যাটাস্টেড’ কপি সংযুক্ত করুন। সাথে নীচে কোন উদ্দেশ্যে ডকুমেন্ট জমা দেওয়া হচ্ছে তাও উল্লেখ করে দিন।
  • কোনো ওয়েবসাইট সন্দেহজনক মনে হলে ব্যক্তিগত তথ্য দেওয়ার থেকে বিরত থাকুন।
  • নিয়মিতভাবে আপনার ক্রেডিট স্কোর চেক করুন এবং কোনো অসঙ্গতি দেখা দিলে ব্যাঙ্কের ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর নজর বুলিয়ে নিন।
  • ‌ প্যান কার্ডের সাথে সম্পর্কিত লেনদেনের জন্য ফর্ম 26AS চেক করুন।
RELATED ARTICLES

Most Popular