ডুয়াল সেল ব্যাটারি ও নিজস্ব চিপের কামাল, 52% বেশি ব্যাকআপ দেবে Xiaomi-র নতুন স্মার্টফোন

Avatar

Published on:

Xiaomi mix fold 3 display details battery life confirmed before launch

শাওমি তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন, Xiaomi Mix Fold 3 আগামী ১৪ আগস্ট চীনের বাজারে লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। নাম থেকেই বোঝা যাচ্ছে, এটি হবে ব্র্যান্ডের তৃতীয় ফোল্ডেবল ফোন। ফোনটি লঞ্চ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তাই কোম্পানি ক্রেতাদের আকৃষ্ট করতে ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলি সামনে আনতে শুরু করেছে। আর এখন সেভাবেই, Mix Fold 3-এর ফোল্ডেবল ডিসপ্লে এবং ব্যাটারি লাইফ সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য প্রকাশ করেছে শাওমি।

প্রকাশ্যে এল Xiaomi Mix Fold 3-এর ডিসপ্লে এবং ব্যাটারি স্পেসিফিকেশন

শাওমি ঘোষণা করেছেন যে, মিক্স ফোল্ড ৩ ফোনটি ৮.০২ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে, যা 2K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। শাওমির প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার লেই জুন-এর মতে, একটি সাদা ফটো ৫০০ নিটের উজ্জ্বলতায় ইনার ফোল্ডেবল স্ক্রিনে পাওয়ার অফ না হওয়া পর্যন্ত ক্রমাগত দেখালে, শাওমি মিক্স ফোল্ড ৩ আকর্ষণীয়ভাবে ৮ ঘন্টা ২০ মিনিটের ব্যাটারি লাইফ প্রদান করতে পারে, যা আগের প্রজন্মের তুলনায় ৫২ শতাংশ বেশি।

এছাড়াও শাওমি দাবি করেছে যে, মিক্স ফোল্ড ৩ ফোল্ডেবলটি ১.৩৪ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম, যা ডুয়েল-সেল ব্যাটারি সিস্টেম এবং শাওমি সার্জ (Surge) চিপের অন্তর্ভুক্তির মাধ্যমে অর্জন করা সম্ভব হয়েছে। ব্র্যান্ডটি এখনও ডিভাইসটির ব্যাটারির ক্ষমতা প্রকাশ করেনি। তবে, পূর্বের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এতে ৬৭ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৪,৮০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।

এছাড়াও বলা হচ্ছে যে, Xiaomi Mix Fold 3 হবে কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন, যা লাইকা (Leica)-এর অপটিমাইজেশন সহ কোয়াড-ক্যামেরার সাথে আসবে। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, তবে প্রাথমিক ক্যামেরা হিসাবে এতে Sony IMX989 সেন্সর ব্যবহার করা হবে নাকি IMX800 সেন্সর, তা এখনও স্পষ্ট নয়। Mix Fold 3-এর ক্যামেরা সেটআপে একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যুক্ত থাকতে পারে।

Xiaomi Mix Fold 3-এর উল্লেখযোগ্য আপগ্রেডগুলির মধ্যে একটি হল একটি নতুন হিঞ্জ বা কব্জা প্রযুক্তির ব্যবহার। এই উদ্ভাবনটি আসন্ন ফোনটির মজবুতি, নূন্যতম স্ক্রিন ক্রিজিং এবং আগের মিক্স ফোল্ড মডেলের তুলনায় হালকা, স্লিম ডিজাইনে বিশেষ অবদান রাখবে।

সঙ্গে থাকুন ➥