Redmi ফোন কেনা এখন আরও সহজ, Xiaomi দিচ্ছে লোন, এখান থেকে লাভ ওঠান

Avatar

Published on:

Xiaomi Redmi Offering Loans

আপনি যদি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং বাজেট কম থাকে, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। আসলে বিক্রি বাড়াতে Xiaomi নিয়ে এসেছে নতুন একটি স্কিম, যা গ্রাহকদের জন্য নতুন ফোন কেনা সহজ করে তুলবে। আজ্ঞে হ্যাঁ! জনপ্রিয় ব্র্যান্ডটি ১৫,০০০ টাকার কম দামের ফোন ক্রেতাদের লোন দেবে। এজন্য Xiaomi ডিজিটাল কনজ্যুমার ফিনান্সিয়াল সার্ভিস Axio এবং ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড সার্ভিস কোম্পানি Trustonic এর সঙ্গে হাত মিলিয়েছে।

Redmi 12 দিয়ে শুরু

শাওমি বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা। আর ব্র্যান্ডটি তাদের ফোনের বিক্রি আরও বাড়াতে শাওমি ইজি ফাইন্যান্স প্রোগ্রাম (Xiaomi Easy Finance Program) চালু করেছে। সংস্থাটি জানিয়েছে যে এটি একটি ডিজিটাল লোন প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম শুরু হচ্ছে Redmi 12 স্মার্টফোন দিয়ে, যার দাম ১৫,০০০ টাকার কম।

শাওমি ইন্ডিয়া জানিয়েছে, এই প্রোগ্রামটি ক্রেতাদের স্মার্টফোন কেনার জন্য আর্থিক সাহায্য করবে। শাওমি ইজি ফাইন্যান্স প্রোগ্রামের আওতায় ক্রেতারা দ্রুত ঋণ অনুমোদন এবং সুবিধাজনক ডিজিটাল প্রক্রিয়ার সুবিধা নিয়ে রেডমি স্মার্টফোন কিনতে পারবেন। এতে ক্রেতারা নো-কস্ট ইএমআই অপশনসহ Redmi স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

আর এই সুবিধা Mi Homes, Mi Studios, Mi Stores, Mi Preferred Partners, রিজিওনাল রিটেইল চেইন এবং সারা দেশে অনুমোদিত আউটলেটের মাধ্যমে উপভোগ করা যাবে।

সঙ্গে থাকুন ➥