12MP থেকে সোজা 50MP-তে আপগ্রেড, স্মার্টফোনে একঝাঁক চমক আনছে স্যামসাং

স্যামসাং (Samsung) সাধারণত বছরের দ্বিতীয়ার্ধে তাদের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করে থাকে। Samsung Galaxy Z Flip 5 এবংSamsung Galaxy Z Fold 5 গত বছর অক্টোবর মাসে গ্লোবাল মার্কেটে পা রেখেছে। সেইমতো, এবছরও একই সময় নাগাদ Samsung Galaxy Z Flip 6 এবং Z Fold 6 লঞ্চ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই স্যামসাংয়ের অনুরাগীদের মধ্যে এই ফ্ল্যাগশিপগুলি কি কি নতুন ফিচার ও প্রযুক্তি নিয়ে আসতে চলেছে, তা নিয়ে কৌতুহল দেখা যাচ্ছে। আর এখন এক টিপস্টার এই কৌতুহল কিছুটা নিরসন করার লক্ষ্যে Samsung Galaxy Z Flip 6-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং আপগ্রেড সম্পর্কিত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Samsung Galaxy Z Flip 6 আসছে একাধিক আপগ্রেডের সাথে

টিপস্টার অ্যান্থনি তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) পোস্টে দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬-এ ৩.৯ ইঞ্চির কভার ডিসপ্লে থাকবে। তথ্যটি সঠিক হলে, বর্তমান প্রজন্মের গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর ৩.৪ ইঞ্চির কভার ডিসপ্লের তুলনায় এটি একটি লক্ষণীয় উন্নতি হবে। তবে ভিতরের প্রাইমারি ডিসপ্লেটি সম্ভবত আগের মডেলের মতো ৬.৭ ইঞ্চিরই থাকবে।

কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬-কে শক্তি জোগাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, স্যামসাং আসন্ন মডেলে ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট অফার করবে বলে মনে করা হচ্ছে। যেখানে বর্তমান প্রজন্মের ফ্লিপ স্মার্টফোনে সর্বোচ্চ ৮ জিবি র‍্যামই পাওয়া যায়। গ্যালাক্সি জেড ফ্লিপ ৬-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে বলে জানা গেছে। তবে, টিপস্টার ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেননি।

Samsung Galaxy Z Flip 6-এ বর্তমান মডেলের ৩,৭০০ এমএএইচ-এর তুলনায় ব্যাটারির ক্ষমতা ৪,০০০ এমএএইচ হবে বলে আশা করা হচ্ছে। স্যামসাং তাদের এই ফ্ল্যাগশিপেও সাত বছরের ওএস আপগ্রেড এবং গ্যালাক্সি এআই (Galaxy AI) ফিচার্স অফার করবে বলে আশা করা যায়।

Samsung Galaxy Z Flip 6 লঞ্চের তারিখ (সম্ভাব্য)

টিপস্টার তার পোস্টে Samsung Galaxy Z Flip 6-এর লঞ্চের তারিখ উল্লেখ করেননি। তবে শোনা যাচ্ছে স্যামসাং আগামী জুলাই মাসে পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি আয়োজন করার পরিকল্পনা করছে, যা স্বাভাবিকের সময়ের চেয়ে আগে হবে। এমনকি নতুন Samsung Galaxy Z Flip 6, Galaxy Z Fold 6, Galaxy Buds 3, Galaxy Watch 7 সিরিজ এবং Galaxy Ring-ও এই ইভেন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।