মোবাইল

অর্ধেক দামে অসাধারণ ক্যামেরার Google Pixel 7, এমন অফার আগে কেউ দেয়নি

Published on:

Flipkart omg sale google pixel 7 available half price after discount offer

আজ থেকে শুরু হয়েছে Flipkart OMG Gadgets Sale। যেখানে বাম্পার ছাড়ে স্মার্টফোন বিক্রি হচ্ছে। বিশেষ করে গুগল পিক্সেল সিরিজের বিভিন্ন ফোন কম দামে পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি অনেকদিন ধরে কোনো পিক্সেল ডিভাইস কেনার কথা ভেবে থাকেন তাহলে এটাই সঠিক সময়। ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে একটি পিক্সেল ফোন লঞ্চের সময়ের থেকে অর্ধেকেরও কম দামে পাওয়া যাচ্ছে। আর এই হ্যান্ডসেটের নাম Google Pixel 7। আসুন এর সাথে কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাচ্ছে।

বিরাট সস্তায় কিনুন Google Pixel 7

লঞ্চের সময় ভারতে গুগল পিক্সেল ৭ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৯,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে মাত্র ৩২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে ডিভাইসটি। আবার এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে,যারপযর এটি ২৯,৯৯৯ টাকায় আপনার হবে। যদিও অফার এখানেই শেষ নয়।

ফ্লিপকার্ট এর সাথে ২১,৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। আপনার কাছে যদি পুরাতন ফোন এক্সচেঞ্জ করার থাকে তবে আপনি পিক্সেল ৭ কেনার সময় সেটি বদলে ২১,৬০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

Google Pixel 7 এর ফিচার

গুগল পিক্সেল ৭ ডিভাইসে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৩২ ইঞ্চি OLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে টেনসর জি২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১০.৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

গুগল পিক্সেল ৭ স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এতে রয়েছে ৪২৭০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৩০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সহ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, গুগলের এক্সট্রিম ব্যাটারি সেভার মোড চালু থাকলে এটি ৭২ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে। চার্জিংয়ের জন্য এতে টাইপ-সি পোর্ট উপস্থিত। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভার্সন ৫.২, জিপিএস এবং এনএফসি।