মোবাইল

নতুন ফোন খোঁজ করছেন? জানুয়ারিতেই লঞ্চ হবে OnePlus, Samsung, Oppo ও Realme-র একাধিক মডেল

Published on:

Upcoming Smartphones to launch in January 2025 OnePlus 13 to Samsung galaxy S25 series

2025 সালের শুরুতেই একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হবে বাজারে। এর মধ্যে রয়েছে OnePlus 13 সিরিজ, Samsung Galaxy S25 সিরিজ ইত্যাদি। টেক মহলের মতে, এ বছরের সবথেকে ব্যাস্ত মাস হতে পারে জানুয়ারি। একাধিক নতুন ফোন ঘোষণা হবে এ মাসেই। ওয়ানপ্লাস, স্যামসাং, অপ্পোর মতো ব্র্যান্ড তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। আসুন কোন কোন স্মার্টফোন এই মাসে লঞ্চ হতে চলেছে দেখে নেওয়া যাক।

2025 সালের জানুয়ারিতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনগুলি

OnePlus 13 ও OnePlus 13R

ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে 7 জানুয়ারি ভারতে লঞ্চ হবে এই দুই মডেল। থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, নজরকাড়া ডিসপ্লে ও ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা ও ফাস্ট চার্জিং। এই দুই ফোনের সঙ্গে ওয়ানপ্লাস বাড এবং ট্যাবও লঞ্চ করতে পারে কোম্পানি।

WhatsApp Community Join Now

Samsung Galaxy S25 সিরিজ

বহু প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজ লঞ্চ হবে 22 জানুয়ারি। এই সিরিজে তিনটি মডেল থাকবে – গ্যালাক্সি S25, গ্যালাক্সি S25+ এবং গ্যালাক্সি S25 আলট্রা। এই সিরিজে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন এলিট 8 প্রসেসর, চোখ ধাঁধানো ক্যামেরা এবং পারফরম্যান্স।

Oppo Reno 13 5G সিরিজ

এই মাসেই লঞ্চ হবে অপ্পো রেনো 13 5G এবং অপ্পো রেনো 13 প্রো 5G। দাম থাকবে বাজেটের মধ্যেই। এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর এবং 5640mAh ব্যাটারি ক্যাপাসিটি।

Realme 14 Pro

আরও একটি মিড রেঞ্জ স্মার্টফোন হিসাবে বাজারে আসতে চলেছে রিয়েলমি 14 প্রো। যেখানে IP69 রেটিং এবং রঙ পরিবর্তনকারী ব্যাক প্যানেলের মতো অভিনব ও আধুনিক ফিচার থাকবে। এটি একটি ক্যামেরা কেন্দ্রিক ফোন হবে বলে জানিয়েছে কোম্পানি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন