টেলিকম

গ্রাহকরা পাবে সুপারফাস্ট 5G স্পিড, নতুন পরিষেবা চালু করতে এরিকসনের সঙ্গে হাত মেলাল Airtel

Published on:

Airtel partnership with Ericson for 5G standalone service

এবার আরও উন্নত ৫জি স্ট্যান্ডঅ্যালোন (SA) পরিষেবা চালু করতে চলেছে Airtel। এর জন্য এরিকসনের সঙ্গে হাত মেলাল কোম্পানি। ইতিমধ্যে ভারতে ৫জি SA পরিষেবা চালু করেছে Jio। দ্বিতীয় টেলিকম সংস্থা হিসাবে এই পদক্ষেপ নিতে চলেছে এয়ারটেল। জানা গিয়েছে, এয়ারটেল এবং এরিকসন, ভারতে এরিকসনের ৫জি কোর নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের উন্নত পরিষেবা দিতে হাত মিলিয়েছে।

Airtel 5G স্ট্যান্ডঅ্যালোন পরিষেবা

এই যৌথ উদ্যোগের মাধ্যমে, এরিকসনের ডুয়েল-মোড ৫জি কোর, এয়ারটেলকে নেটওয়ার্ক ক্ষমতা বৃদ্ধি করতে, নেটওয়ার্ক স্লাইসিং সমর্থন করতে এবং API সম্প্রসারণের মাধ্যমে নতুন নগদীকরণের সুযোগ চালু করতে সাহায্য করবে। চুক্তির অংশ হিসাবে, এরিকসন এয়ারটেলের ৫জি নগদীকরণ পরিকল্পনাকে শক্তিশালী করার জন্য তাদের সিগন্যালিং কন্ট্রোলার এবং SA-সক্ষম চার্জিং ও পলিসি নীতি সমাধানও প্রকাশ করবে।

এই বিষয়ে এয়ারটেলের সিটিও জানিয়েছেন, “এই চুক্তিটি এয়ারটেলের দীর্ঘমেয়াদী ৫জি কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেটওয়ার্ক ক্ষমতা বৃদ্ধি করবে এবং গ্রাহকদের উদ্ভাবনী, স্বতন্ত্র পরিষেবা প্রদানে সহায়তা করবে।”

অন্যদিকে, এরিকসনের দক্ষিণ-পূর্ব এশিয়া, ওশেনিয়া এবং ভারতের বাজার অঞ্চলের প্রধান বলেন, “এই উদ্যোগ এয়ারটেলের নেটওয়ার্ক ৫জি স্ট্যান্ডঅ্যালোন প্রস্তুত এবং ভবিষ্যতের জন্য উপযুক্ত করে তোলার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরিকসনের ডুয়াল-মোড ৫জি কোর নেটওয়ার্ক স্লাইসিং-ভিত্তিক পরিষেবা এবং নেটওয়ার্ক API এর মাধ্যমে নগদীকরণ সক্ষম করবে।”

এয়ারটেল ও এরিকসনের ২৫ বছরের সম্পর্ক

একটি যৌথ বিবৃতিতে কোম্পানিগুলি জানিয়েছে, “এরিকসন হল ভারতী এয়ারটেলের একটি দীর্ঘস্থায়ী অংশীদার। দুই কোম্পানির ঘনিষ্ঠ সম্পর্ক ২৫ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত।”