বেসরকারি টেলিকম সংস্থাগুলির সাথে কঠিন লড়াইয়ে জেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় BSNL এর। তবে হাল ছাড়েনি রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটরটি। প্রায় ১৭ বছর পর লাভের খাতায় নাম লেখাল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২৬২ কোটি টাকার মুনাফা অর্জন করেছে সংস্থাটি।
এদিন, কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটিকে সংস্থার জন্য একটি “গুরুত্বপূর্ণ মোড়” হিসাবে প্রশংসা করেছেন। পাশাপাশি এর কারণ হিসাবে মনে করছেন, পরিষেবা সম্প্রসারণ, খরচ কমানোর পদক্ষেপ এবং ক্রমবর্ধমান গ্রাহক সংখ্যাকে পুনরুজ্জীবন করা।
বিএসএনএলের গতিশীলতা, ফাইবার-টু-দ্য-হোম (FTTH) এবং লিজড লাইন পরিষেবাগুলিতে গত বছরের একই সময়ের তুলনায় ১৪-১৮% আয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া গ্রাহক সংখ্যাও জুনে ৮.৪ কোটি থেকে বেড়ে ডিসেম্বরে ৯ কোটিতে পৌঁছেছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে, ২০০৭ সালের পর প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা অর্জন করেছে, বলে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
BSNL registers a quarterly profit of close to Rs 262 crores for the FIRST TIME in 17 years. pic.twitter.com/szN8NqmBpE
— DoT India (@DoT_India) February 14, 2025
এই মুহূর্তে ন্যাশনাল ওয়াইফাই রোমিং, বিআইটিভি (মোবাইল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে বিনোদন), আইএফটিভি (এফটিটিএইচ গ্রাহকদের জন্য), এবং মাইনিংয়ের জন্য ভারতের প্রথম বেসরকারি ৫জি সংযোগের মতো পরিষেবাগুলির উপর মনোনিবেশ করেছে সংস্থাটি।
For the first time since 2007, BSNL has recorded a remarkable ₹262 crore Operating profit in the Oct-Dec 2024 quarter. This achievement is a testament to the visionary leadership of Hon’ble PM Shri @NarendraModi Ji and the government’s transformative policies.#BSNLRising… pic.twitter.com/98FgBgzITp
— BSNL India (@BSNLCorporate) February 14, 2025
প্রসঙ্গত, পূর্বে ২০২৫ সালের মধ্যে ১ লাখ ৪জি সাইট বসানোর যে লক্ষ্যমাত্রা নিয়েছিল, তার মধ্যে ইতিমধ্যে ৭৫ হাজার সাইট স্থাপন করে ফেলেছে BSNL। এছাড়া ৬০ হাজার সাইট কমিশনও করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগে মন্ত্রী।