Jio Air Fiber তাদের গ্রাহকদের তিনটি ডেটা স্যাচেত প্ল্যান রিচার্জ করতে দেয়। এদের দাম শুরু হয়েছে মাত্র ১০১ টাকা। আর এই প্ল্যানগুলিতে ১০০০ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। আসুন এই ডেটা স্যাচেত প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Jio Air Fiber এর ডেটা প্ল্যান
জিও এয়ার ফাইবার তাদের ব্যবহারকারীদের ১০০০ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা অফার করে। এত পরিমাণ ডেটা যেকোনো ব্যবহারকারীর জন্য যথেষ্ট। তবে যদি ১০০০ জিবি ডেটা আপনার জন্য যথেষ্ট না হয় তবে জিও এয়ার ফাইবারের ডেটা স্যাচেত (এক ধরণের ডেটা ভাউচার) রিচার্জ করতে পারেন। সংস্থাটি ব্যবহারকারীদের তিনটি ডেটা স্যাচেত প্ল্যান রিচার্জ করতে দেয়। আসুন প্ল্যানগুলির দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
১০১ টাকার ডেটা প্যাক
জিও এয়ার ফাইবারের এই ডেটা প্ল্যানে আপনি ১০০ জিবি ডেটা পাবেন। এই প্যাকের ভ্যালিডিটি অ্যাক্টিভ প্ল্যানের সমান।
আরও পড়ুনঃ কার প্ল্যান সস্তা, Jio, Airtel ও Vi এর রোজ ২.৫ জিবি ইন্টারনেট ডেটা প্ল্যান দেখে নিন
২৫১ টাকার ডেটা প্যাক
জিও এয়ার ফাইবারের এই ডেটা প্ল্যানে আপনি ইন্টারনেট ব্যবহারের জন্য ৫০০ জিবি ডেটা পাবেন। এর ভ্যালিডিটি আপনার অ্যাক্টিভ প্ল্যান যতদিন বৈধ থাকবে ততদিন পর্যন্ত।
৪০১ টাকার ডেটা প্ল্যান
৪০১ টাকার ডেটা প্যাকে পাওয়া যাবে ১০০০ জিবি ডেটা। এর বৈধতা আপনার সক্রিয় জিও এয়ার ফাইবার প্ল্যানের সমান।