দেশের সবথেকে বড় টেলিকম অপারেটর হিসাবে মাঝে মধ্যেই নানা চমক দিয়ে থাকে Jio। গ্রাহকদের কথা ভেবে এদিন আরও একটি রিচার্জ প্ল্যান হাজির করল কোম্পানি। যা কঠিন চ্যালেঞ্জ দিতে পারে অন্যান্য টেলকো, যেমন – এয়ারটেল, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়াকে। এই রিচার্জ প্ল্যানে ৭২ দিনের ভ্যালিডিটি রয়েছে। দেরি না করে কী কী সুবিধা রয়েছে প্ল্যানটিতে, আসুন জেনে নেওয়া যাক।
Jio এর ৭২ দিনের নতুন রিচার্জ প্ল্যান
গ্রাহকদের সুবিধার্থে, রিলায়েন্স জিও তাদের পোর্টফোলিওকে ডেটার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটি প্ল্যান রয়েছে ৭৪৯ টাকার। যেখানে দু’মাসের বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। ৭২ দিন চালু থাকবে সিম, যেকোনো নেটওয়ার্কে কল করা যাবে, পাওয়া যাবে দৈনিক ১০০টি এসএমএস।
এই প্ল্যানে দুই ভাবে ডেটা পাওয়া যাবে। আপনি যদি ৪জি ইউজার হোন, তাহলে দৈনিক ২ জিবি ডেটা পাবেন। আর যদি ৫জি ইউজার হোন, তাহলে ২ জিবির পাশাপাশি আনলিমিটেড ৫জি ডেটার অ্যাক্সেসও পাবেন। হাই-স্পিড ইন্টারনেট উপভোগ করা যাবে। এখানেই শেষ নয় অফার, এর পাশাপাশি ২০ জিবি বাড়তি ডেটাও পাবেন ব্যবহারকারীরা।
রিলায়েন্স জিও এই বাজেট-ফ্রেন্ডলি প্ল্যানের মাধ্যমে তার ব্যবহারকারীদের জন্য আরও অনেক সুবিধা নিয়ে এসেছে। গ্রাহকরা তাদের পছন্দের শো এবং সিনেমা দেখার জন্য বিনামূল্যে জিও সিনেমা উপভোগ করতে পারবেন। পাশাপাশি জিও টিভির সাবস্ক্রিপশনও রয়েছে, যার ফলে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই টিভি চ্যানেল দেখতে পারবেন। এছাড়াও, ব্যবহারকারীরা জিও ক্লাউডের বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। যা এই গোটা অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।