টেলিকম

ফের ফ্রি অফার Jio-র, ৫০ দিন বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা, সেট-টপ বক্স ব্যবহার করুন

Published on:

Jio launches zero risk trail offer 50 days free jio fiber AirFiber services

বিনামূল্যে পাওয়া যাবে Jio Fiber অথবা Jio AirFiber পরিষেবা। তাও আবার ৫০ দিন। এদিন নতুন অফারের ঘোষণা করে চমক দিল রিলায়েন্স জিও। এই অফারের অধীন শুধু ব্রডব্যান্ড নয়, থাকবে OTT এবং লাইভ টিভির সুবিধাও। অফারটির নাম রাখা হয়েছে “Zero Risk Trial”। নতুন এবং পুরনো সমস্ত সাবস্ক্রাইবাররা ৫০ দিন বিনামূল্যে এই ব্রডব্যান্ড পরিষেবার ট্রায়াল নিতে পারেন, অর্থাৎ পরখ করে দেখতে পারেন যে, আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী উপযুক্ত কিনা!

সীমিত সময়ের জন্য জিও-র এই অফারটি ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে। এই এক্সক্লুসিভ অফার ব্যবহারকারীদের ৫০ দিনের জন্য বিনামূল্যে জিও ফাইবার এবং এয়ার ফাইবার ইন্টারনেট পরিষেবা, টিভি চ্যানেল এবং OTT অ্যাপ উপভোগ করতে দেবে। জিরো রিস্ক ট্রায়াল অফারের সাথে একটি বিনামূল্যে সেট-টপ বক্স, বিনামূল্যে রাউটার এবং বিনামূল্যে ইনস্টলেশন সুবিধাও পাওয়া যাবে।

নতুন গ্রাহকদের জন্য Jio জিরো রিস্ক ট্রায়াল অফার

৫০ দিনের জিও জিরো রিস্ক ট্রায়াল অফারে যোগদানের জন্য, নতুন গ্রাহকদের ১,২৩৪ টাকা (রিফান্ডেবল) প্রদান করতে হবে। যদি কোনও গ্রাহক ট্রায়ালের পরে পরিষেবাটি চালিয়ে যেতে চান, তাহলে তারা দিনে (৫০ দিন) ১,২৩৪ টাকা ক্রেডিট পাবেন। যদি কোনও গ্রাহক ট্রায়ালের পরে বন্ধ করতে চান, তাহলে তারা সরকারি শুল্ক ধার্য করার পর ৯৭৯ টাকা ফেরত পাবেন।

পুরানো গ্রাহকরা কীভাবে পাবে Jio জিরো রিস্ক ট্রায়াল অফার

এই অফারের আওতায় যারা ইতিমধ্যে জিওফাইবার এবং এয়ারফাইবার ব্যবহার করছেন, তারা অতিরিক্ত ৫০ দিন বিনামূল্যে উপভোগ করতে পারবেন। অফারটি সক্রিয় করতে, ব্যবহারকারীদের তাদের নিবন্ধিত নম্বর থেকে “Trial” লিখে WhatsApp-এর মাধ্যমে 60008 60008 নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে। তারপর গ্রাহক পরবর্তী যোগ্য পেমেন্ট বা রিচার্জ করার সময় ট্রায়াল সুবিধা যোগ করা হবে।