ভারতে ৮৯৯৯ টাকায় লঞ্চ হল Infinix Hot 10 এর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট

কথা মত আজ ভারতে লঞ্চ হল Infinix Hot 10 এর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট। এর পাশাপাশি ইনফিনিক্স তাদের এই ফোনের পুরানো মডেলের দাম ১,০০০ টাকা বাড়িয়েছে। প্রসঙ্গত এমাসের শুরুতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot 10। যার দাম ছিল ৯,৯৯৯ টাকা। এবার এই ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ বিকল্পও পাওয়া যাবে। এই ফোনটি Flipkart থেকে কেনা। নতুন স্টোরেজ যুক্ত হলেও ইনফিনিক্স হট ১০ ফোনের স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি।

Infinix Hot 10 এর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা, সেল শুরু ২৯ অক্টোবর

ভারতে ইনফিনিক্স হট ১০ এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ৯,৯৯৯ টাকায় যেটি এখন ১০,৯৯৯ টাকায় কিনতে হবে। আগামী ২৯ অক্টোবর Flipkart থেকে Infinix Hot 10 এর সেল শুরু হবে। এই ফোনের সাথে ই-ওয়ারেন্টি ফিচার উপলব্ধ।

Infinix Hot 10 এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট ১০ ফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস Infinity-O ডিসপ্লে। যাকে সাধারণ ভাবে পাঞ্চ হোল ডিসপ্লে বলা হয়। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ৭২০×১৬৪০ এবং আসপেক্ট রেশিও ২০.৫:৯। এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে ARM মালি জি৫২ জিপিইউ। এতে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 10 ফোনটির পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল। অন্য তিনটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স ও এআই লেন্স। এই ক্যামেরার লো লাইট সেন্সর আছে। সেলফির জন্য এখানে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এইফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সাথে ফেস আনলক ফিচারও উপলব্ধ। অপারেটিং সিস্টেম হিসাবে এতে আছে অ্যান্ড্রয়েড ১০ বেসড এক্সওএস ৭ স্কিন।

Infinix Hot 10 ফোনে পাবেন ৫,২২০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি পোর্ট। আবার এতে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এরসাথে এতে DTS Audio, ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে। এই ফোনে পাবেন গ্রাভিটি সেন্সর, জাইরোস্কোপ, হালকা সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর। যদিও ন্যাভিগেশনের জন্য জরুরি কম্পাস নেই।