Messenger থেকে MediaFire, পাক জঙ্গি যোগ থাকার জন্য ১৪টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ ১৪টি মেসেজিং অ্যাপের তালিকা দেখে নিন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবারো সরব হল ভারত সরকার। সম্প্রতি গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য বেশ কয়েকটি অতি জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এই তথ্য সামনে আসার পরই সক্রিয়তার সাথে তদন্ত শুরু করা হয় এবং যোগসূত্র খুঁজে পেতে বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মের উপর নজরদারি করতে থাকে গোয়েন্দা বিভাগ। এরপর ১৪টি সন্ত্রাসবাদী ভাবনা প্রচারকারী অ্যাপ্লিকেশনকে চিহ্নিত করা হয়। আর আজ (১লা মে) ভারত সরকার এই অ্যাপগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এই বিষয়ে এক সরকারী আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা এবং ‘অন-গ্রাউন্ড ওয়ার্কার্স’ (OGWs) সংগঠনের নির্দেশ মতো বিভিন্ন জঙ্গি সংগঠন এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করছিল। এক্ষেত্রে পাক-যোগ রয়েছে এমন ১৪টি মোবাইল অ্যাপের তালিকায় – Crypviser, Enigma, SafeSwiss, MediaFire, BChat, IMO, 2nd Line ইত্যাদি সামিল রয়েছে। সবথেকে আতঙ্কের বিষয়, তালিকাভুক্ত অ্যাপগুলি মধ্যে কয়েকটিকে ‘গুগল প্লে স্টোর’ ও ‘অ্যাপল অ্যাপ স্টোর’ -এর মতো সার্টিফাইড ডাউনলোডিং সাইট থেকে লক্ষ্যাধিক বার ডাউনলোড করা হয়েছে। চলুন এই ১৪টি মেসেজিং অ্যাপ্লিকেশনের নাম দেখে নেওয়া যাক।

ভারত সরকার কর্তৃক নিষিদ্ধ ১৪টি মেসেজিং অ্যাপের তালিকা

১. ক্রিপভাইজার (Crypviser) :

ক্রিপভাইজার সিকিউর ম্যাসেঞ্জার – সবথেকে প্রাইভেট মেসেজিং পরিষেবা দেওয়ার দাবি করে। এই অ্যাপটি ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত।

২. এনিগমা (Enigma ):

এনিগমা অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং “হেভিলি এনক্রিপ্টেড” বলে দাবি করা হয়েছে। কেননা এই অ্যাপে প্রেরিত মেসেজ স্বয়ংক্রিয় ভাবে মুছে যেতে পারে বলে ডেভলপার সংস্থা জানিয়েছে। এছাড়া একটি গ্ৰুপে ১০০,০০০জন সদস্য যুক্ত করার সুবিধাও উপলব্ধ। এছাড়া এনিগমায় ব্যক্তিগত এবং গ্রুপ উভয় চ্যাটই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ভয়েস এবং ভিডিও কল সমর্থন করে।

৩. সেফসুইস (Safeswiss) :

সুইজারল্যান্ড-ভিত্তিক এই অ্যাপ্লিকেশনটি তাদের ‘ইনফো’ সেকশনে উল্লেখ করেছে যে, ব্যবহারকারীরা যোগাযোগ করার ক্ষেত্রে “বিশ্বের সবচেয়ে বিস্তৃত, ডিভাইস-টু-ডিভাইস, সামরিক-গ্রেড, রিয়েল-টাইম এনক্রিপশন” দ্বারা সুরক্ষিত চ্যাটিংয়ের সুবিধা পাবেন।

৪. উইকার মি (Wickr Me) :

এটি একটি অ্যামাজন-ব্যাকড অ্যাপ্লিকেশন, যা ২০২১ সালে অ্যামাজন দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। যদিও ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে এটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

৫. মিডিয়াফায়ার (Mediafire) :

মিডিয়াফায়ার হল একটি স্টোরেজ অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীদের ফটো, ভিডিও, মিউজিক এবং ডকুমেন্ট আপলোড করতে দেয়। যারপর ব্যবহারকারীরা তাদের আপলোড করা কন্টেন্ট – ফোন, ট্যাবলেট, কম্পিউটার ইত্যাদি ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন।

৬. ব্রায়ার (Briar) :

ব্রায়ার অ্যাপটি পিয়ার-টু-পিয়ার এনক্রিপ্টেড মেসেজিং এবং ফোরাম সার্ভিস প্রদান করে। এক্ষেত্রে ব্যবহারকারীরা সরাসরি নিকটস্থ কন্টাক্টসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। সর্বোপরি এমনটা করার জন্য কোনও ইন্টারনেট অ্যাক্সেসের প্রয়োজন হবে না বলে জানিয়েছে ডেভলপার সংস্থা। এটি শুধুমাত্র গুগল প্লে স্টোরে উপলব্ধ।

৭. বিচ্যাট (BChat) :

বিচ্যাট -কে, বেলডেক্স ব্লকচেইন দ্বারা নির্মিত একটি সুরক্ষিত, বিকেন্দ্রীভূত ওয়েব ৩ মেসেজিং প্ল্যাটফর্ম বলে দাবি করা হয়ে থাকে।

৮. ন্যান্ডবক্স মেসেঞ্জার (Nandbox Messenger) :

ব্যবহারকারীরা বিভিন্ন কন্টাক্ট গ্ৰুপের সাথে স্বতন্ত্রভাবে যোগাযোগ স্থাপনের জন্য এবং গ্ৰুপগুলিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক প্রোফাইল তৈরি করতে পারেন। এই প্ল্যাটফর্মে একটি গ্ৰুপে সর্বাধিক ১০,০০০ জন মেম্বার যুক্ত করা সম্ভব।

৯. কনিয়ন (Conion) :

নিজেকে “সর্বাধিক সুরক্ষিত মেসেজিং পরিষেবা প্রদানকারী” বলে দাবি করা আরেকটি অ্যাপ্লিকেশনের নাম হল কনিয়ন। এটি ব্যবহারের জন্য কোনও ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস প্রয়োজন নেই। এই অ্যাপকে ব্যবহারকারীরা সম্পূর্ণ বেনামে ব্যবহার করতে সক্ষম হবেন।

১০. আইএমও (IMO) :

গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের মাধ্যমে ব্যাপকভাবে ডাউনলোড হওয়া একটি অন্যতম জনপ্রিয় অ্যাপ্লিকেশন হল আইএমও। এটি ব্যবহারকারীদের বিনামূল্যে ভিডিও কল এবং ইনস্ট্যান্ট মেসেজ প্রেরণ করতে দেয়।

১১. এলিমেন্ট (Element) :

বিভিন্ন টিমের মধ্যে কোলাবোরেশন গড়ে তোলার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহৃত হয়। এটি ম্যাট্রিক্স নামে একটি ওপেন নেটওয়ার্ক দ্বারা নির্মিত।

১২. সেকেন্ড লাইন (2nd Line) :

সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর ফোনে অতিরিক্ত লাইন সরবরাহ করতে মোবাইল ডেটা বা ওয়াইফাই সংযোগ ব্যবহার করে। আরো সহজ করে বললে, এই অ্যাপটি ডাউনলোড করার পর ব্যবহারকারীকে একটি ফোন নম্বর চয়ন করতে বলা হবে। এরপর সাথে সাথে ডিভাইসে অতিরিক্ত লাইন উপলব্ধ করা হবে, যার থেকে আনলিমিটেড ভয়েস কলিং এবং টেক্সট অ্যাক্সেস করা সম্ভব।

১৩. জাঙ্গি মেসেঞ্জার (Zangi Messenger) :

জাঙ্গি মেসেঞ্জার নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের ফোন নম্বর ছাড়াই প্রোফাইল খুলতে পারবেন। সর্বোপরি রেজিস্টার করার সময় ব্যক্তিগত কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হবে না।

১৪. থ্রিমা (Threema) :

থ্রিমা অ্যাপটি সম্পূর্ণ বেনামে ব্যবহার করা যেতে পারে। থ্রিমা হল একটি ওপেন সোর্স, যা ব্যবহারকারীদের এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ভয়েস এবং ভিডিও কল করতে দেয়।