Samsung Galaxy M34 5G ভারতে লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল, পাবেন বেস্ট ক্যামেরা ও ডিসপ্লে

BIS সার্টিফিকেশন সাইটের পাশাপাশি Samsung Galaxy M34 5G-কে দেখা গেল Samsung India-এর সাপোর্ট পেজে

Samsung আগামী মাসে তাদের বহু প্রতীক্ষিত প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন, Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5-এর ওপর থেকে পর্দা সরানোর প্রস্তুতি নিচ্ছে৷ তবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এর পাশাপাশি কিছু মিড-রেঞ্জ ডিভাইসও বাজারে আনার পরিকল্পনা করছে। তার মধ্যে অন্যতম হল Samsung Galaxy M34 5G, যেটিকে এখন স্যামসাংয়ের ভারতীয় শাখার সাপোর্ট পেজে দেখা গেছে। আসুন এই লিস্টিং থেকে আপকামিং ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M34 5G-কে দেখা গেল Samsung India-এর সাপোর্ট পেজে

দ্য টেক আউটলুকের-এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনটি SM-M346B/DS মডেল নম্বর সহ স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে উপস্থিত হয়েছে। তালিকাটি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রদান না করলেও, এটি নিশ্চিত করেছে যে স্যামসাংয়ের এই মিড-রেঞ্জ হ্যান্ডসেটটি খুব শীঘ্রই এদেশের বাজারে পা রাখবে।

এছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটের অনুমোদনও লাভ করেছে, যা এটিকে ভারতীয় বাজারে বিক্রি করার যোগ্য করে তুলেছে। শোনা যাচ্ছে, ডিভাইসটি গত মার্চ মাসে লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৪ ৫জি-এর মতো হবে। তাই আসন্ন এম৩৪ ৫জি লঞ্চের পর কি কি অফার করতে পারে, তার ধারণা পেতে আসুন বিদ্যমান এ৩৪ ৫জি-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A34 5G-এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A34 5G ফোনে ৬.৬ ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ এই স্ক্রিনের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি এআই (AI) ফেস আনলক ফিচারও মিলবে। Galaxy A34 5G মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ইউজার-ফ্রেন্ডলি ওয়ান ইউআই ৫ (One UI 5) ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A34 5G-এর রিয়ার প্যানেলে বহুমুখী ট্রিপল-ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করছে৷ সেলফি তোলার জন্য, ফোনের সামনে একটি হাই-রেজোলিউশনের ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A34 5G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।