পালক থেকে ছড়িয়ে পড়ছে রঙের ত্রয়ী, 32MP সেলফি ক্যামেরা ছাড়াও Vivo-র নতুন ফোনের আরেকটি বিশেষত্ব প্রকাশ্যে

Vivo V27e এর লাইভ ইমেজ প্রকাশ্যে এল। ফোনটির ব্যাক প্যানেলে পাখির পালকের মতো রঙচঙে সুন্দর ডিজাইন দেখা গিয়েছে।

ভিভো বিশ্ব বাজারের জন্য আগামী ১ মার্চ তাদের V27 সিরিজের অধীনে Vivo V27e, Vivo V27 এবং Vivo V27 Pro মডেলটি লঞ্চ করবে। V27e-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে, যা প্রকাশ করেছে যে এটি উৎকৃষ্ট স্পেসিফিকেশন সহ একটি মিড-রেঞ্জ ফোন হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে। আর এখন, একটি নতুন প্রতিবেদনে V27e-এর কয়েকটি লাইভ ইমেজ প্রকাশ করা হয়েছে, যার এর আকর্ষণীয় রিয়ার ডিজাইনটি প্রদর্শন করেছে। চলুন তাহলে এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Vivo V27e-এর হ্যান্ডস-অন ইমেজ

প্রাইসবাবা ভিভো ভি২৭ই-এর হ্যান্ডস-অন ছবি শেয়ার করেছে। ছবিতে ফোনটিকে আকর্ষণীয় ল্যাভেন্ডার পার্পল কালারে দেখা গেছে। যদিও, এটিতে ভিভো ভি২৭ এবং ভি২৭ প্রো-এর মতো কালার-চেঞ্জিং ব্যাক প্যানেল রয়েছে বলে মনে হচ্ছে না, তবে ব্যাক প্যানেলের ওপর অভিনব পালক-সদৃশ ডিজাইন রয়েছে, যা নীল, বেগুনি এবং সাদা রঙের শেডগুলি প্রদর্শন করে।

এছাড়া, গ্লোরি ব্ল্যাক হল ভিভো ভি২৭ই-এর আরেকটি কালার ভ্যারিয়েন্ট, যা একটি ফাঁস হওয়া প্রেস রেন্ডারে দেখা গেছে। এই হ্যান্ডসেটটি ইতিমধ্যেই অফলাইন চ্যানেলের মাধ্যমে মালয়েশিয়ায় প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। যারা প্রি-অর্ডার করবেন তারা এর সাথে বিনামূল্যে একটি স্মার্ট ট্র্যাকার এবং একটি ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন। আসুন ভিভো ভি২৭ই-এর প্রত্যাশিত স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo V27e-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

সূত্রের খবর, Vivo V27e-এ ৬.৬২ ইঞ্চির ই৪ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) ইউজার ইন্টারফেসে রান করবে। এর স্ক্রিনে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এম্বেড করা থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট এবং ৮ জিবি র‍্যাম দ্বারা চালিত হবে।

ফটোগ্রাফির জন্য, Vivo V27e-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। আর এই প্রধান সেন্সরটি একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার এবং একটি ট্রিপল এলইডি ফ্ল্যাশের সাথে যুক্ত থাকবে।

আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V27e ফোনটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এছাড়াও, Vivo V27e-এ আইপি৫৪ (IP54) রেটিং সহ একটি জল ও ধুলো প্রতিরোধী বডি, একটি হাইব্রিড মাইক্রোএসডি কার্ড স্লট, ৮ জিবি পর্যন্ত অতিরিক্ত র‍্যাম মিলবে৷