Homeস্মার্টওয়াচজলের মধ্যেও ব্যবহার করা যাবে, Amazfit Active Edge স্মার্টওয়াচ ভারতে দুর্দান্ত ফিচার...

জলের মধ্যেও ব্যবহার করা যাবে, Amazfit Active Edge স্মার্টওয়াচ ভারতে দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

চলতি সপ্তাহের প্রথমেই Amazfit সংস্থাটি তাদের নতুন Amazfit Active Edge স্মার্টওয়াচ লঞ্চের বিষয় টিজ করেছিল। আর আজ তারা এই স্মার্টওয়াচটি লঞ্চ করল। প্রসঙ্গত উল্লেখ্য, ফিটনেসপ্রেমীদের জন্য উপযুক্ত এই নতুন ঘড়িটিতে রয়েছে জেপ ওএস ২.১, এআই ওয়ার্কআউট অ্যাসিস্ট্যান্ট, ১৩০টিরও বেশি স্পোর্টস মোড এবং ১৬ দিনের দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazfit Active Edge স্মার্টওয়াচের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

Amazfit Active Edge -র দাম ও লভ্যতা

নবাগত Amazfit Active Edge স্মার্টওয়াচটির ভারতে মূল্য ধার্য করা হয়েছে ১২,৯৯৯ টাকা। এটি আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ই-কমার্স সাইট অ্যামাজন ও সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাবে। ক্রেতারা লাভা ব্ল্যাক, মিডনাইট পালস এবং মিন্ট গ্রিন হিউজ কালার অপশনের মধ্যে থেকে এটি বেছে নিতে পারবেন।

Amazfit Active Edge -র স্পেসিফিকেশন ও ফিচার

Amazfit Active Edge স্মার্টওয়াচটি ১.৩২ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যাতে থাকবে ১০০টিরও বেশি ওয়াচফেস। আবার এতে দেওয়া হয়েছে ১০ এটিএম রেটিং। ফলে সাঁতারের সময় জলের ১০০ মিটার গভীরে ঘড়িটি অক্ষত থাকবে।

Amazfit Active Edge জেপ অপারেটিং সিস্টেম ২.১ ভার্সনে চলবে। পাশাপাশি এতে পাওয়া যাবে জেপ কোঅ্যাক্ট এআই ওয়ার্কআউট অ্যাসিস্ট্যান্ট এবং এতে ফাইভ স্যাটেলাইট পজিশনিং সিস্টেম সাপোর্ট করবে। আবার ফিটনেস প্রেমীদের জন্য ঘড়িটিতে থাকছে ১৩০টিরও বেশি স্পোর্টস মোড। এর মধ্যে রয়েছে ইনডোর রানিং, ওয়ার্কিং, আউটডোর সাইকেলিং ইত্যাদি। উপরন্তু ওয়্যারেবলটিতে পাওয়া যাবে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন সেন্সর, স্ট্রেস ডিটেকশন, উন্নতমানের ফিটনেস ট্র্যাকার।

এবার আসা যাক Amazfit Active Edge স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ১৬ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।

RELATED ARTICLES

Most Popular