32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা Motorola ফোন এখন কিনুন অনেক সস্তায়, পাবেন ডলবি সাউন্ডের মজা

ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকারের সাথে আসা Motorola Edge 30 হ্যান্ডসেটটি বর্তমানে অ্যামাজন ইন্ডিয়াতে ২৩,৭৪০ টাকায় তালিকাভুক্ত রয়েছে

বর্তমানে এমন অনেক মানুষই আছেন যারা মোবাইল ফোনের মাধ্যমেই ফটোগ্রাফির সখ পূরণ করে থাকেন।কারণ, এখন মোবাইল ফোনের মাধ্যমেও অসাধারণ ছবি ক্যাপচার করা সম্ভব। আর আপনারও যদি এই ধরনের শখ থেকে থাকে, আর আপনি উন্নত ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোন কিনতে চান তাহলে, Motorola Edge 30 আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। যেটি এখন Amazon-এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিল ও ডিসকাউন্ট সহ।

Motorola Edge 30-এর দাম ও অফার

ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকারের সাথে আসা এই হ্যান্ডসেটটি বর্তমানে অ্যামাজন ইন্ডিয়াতে ২৩,৭৪০ টাকায় তালিকাভুক্ত রয়েছে। আবার এই ডিভাইসের সাথে পাওয়া যাবে ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড়। আর এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া যাবে ২১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তবে মনে রাখতে হবে যে, এই ডিসকাউন্ট পুরনো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং সংস্থার এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।

Motorola Edge 30-এর ফিচার এবং স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৩০ ফোনে ২৪০০× ১০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে উপস্থিত। আর এই পোলেড ডিসপ্লে এইচডিআর১০ প্লাস এবং ১৪৪ রিফ্রেশ রেট সমর্থন করে। এছাড়াও, এর অ্যাসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লের সুরক্ষার জন্য সংস্থার তরফ থেকে এই ডিভাইসে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৩।পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্লাস ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 30 স্মার্টফোনে ফ্ল্যাশ লাইট সহ তিনটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়াও, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে কোয়াড পিক্সেল প্রযুক্তি সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৪০২০ এমএএইচ ব্যাটারি, যা, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে ।