IPL 2024: এবারেও ধর্মশালা ও গুয়াহাটিতে হবে চারটি ম্যাচ, প্রকাশিত হল তারিখ, রয়েছে একটি KKR ম্যাচও

Avatar

Published on:

IPL 2024 Schedule updates PBKS two match in Dharmasala and RR two match in Guwahati on May Final on May 26 at Chepauk

এই বছর আইপিএল (IPL 2024) ঘিরে ক্রিকেটারদের মধ্যে একইরকম উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই টুর্নামেন্টে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে নিজেদের যাত্রা শুরু করেছে। তবে এই বছর ভারতে লোকসভা নির্বাচন থাকায় এখনও পর্যন্ত আইপিএলের প্রথম অংশের সময়সূচি সামনে এসেছে। এবার এই টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের সময়সূচির বিষয়ে একাধিক তথ্য সামনে এল।

এই বছর আইপিএলের প্রথমার্ধের সময়সূচি অনুযায়ী প্রথম ২১ টি ম্যাচের তথ্য প্রকাশ হয়েছে। ২২ মার্চ এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে। ম্যাচে চেন্নাই নিউজিল্যান্ডের তারকা রাচিন রবীন্দ্র এবং শিবম দুবের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে জয় তুলে নেয়। অন্যদিকে গতকাল হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়।

এই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মুম্বাই শেষ বল পর্যন্ত লড়াই চালালেও শেষ পর্যন্ত ৬ রানে পরাজিত হয়েছে। এবার আইপিএলের দ্বিতীয়ার্ধের সময়সূচির বিষয়ে একাধিক তথ্য সামনে এল। ক্রিকবাজের সূত্র অনুযায়ী মে মাসে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ধর্মশালায় আয়োজন করা হয়েছে। ৫ মে এই মাঠে পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসের (Punjab Kings vs Chennai Super Kings match) বিপক্ষে মাঠে নামবে এবং ৯ মে পাঞ্জাব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Punjab Kings vs Royal Challengers Bengaluru match) মুখোমুখি হবে। মে মাসে আসামের গুয়াহাটিতেও দুটি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

১৫ মে এই মাঠে রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসের (Rajasthan Royals vs Punjab Kings match) বিপক্ষে মাঠে নামবে এবং অপর ম্যাচটি ১৯ মে রাজস্থান কলকাতা নাইট রাইডার্সের (Rajasthan Royals vs Kolkata Knight Riders match) মুখোমুখি হবে। এই সূত্র অনুযায়ী আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের তথ্য সামনে এসেছে। ২১ মে এই বছর আইপিএলের প্রথম কোয়ালিফায়ারটি গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ২২ মে এলিমিনেটর ম্যাচটিও এই স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এছাড়াও টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারটি ২৪ মে এবং ফাইনাল ম্যাচটি ২৬ মে চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সঙ্গে থাকুন ➥