Doogee T30 Max: 4K ডিসপ্লে, 50MP ডুয়েল ক্যামেরা ও 10,800mah ব্যাটারি সহ দুর্ধর্ষ ট্যাব লঞ্চ হল
ভিভো (Vivo), ওপ্পো (Oppo) বা শাওমি (Xiaomi)-এর মতো জনপ্রিয় না হলেও চীনা টেক ব্র্যান্ড, ডুগি (Doogee)-এর রাগড ডিভাইস বিশ্ববাজারে অত্যন্ত সুপরিচিত। এই বছর স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2024) ইভেন্টে ব্র্যান্ডটি Doogee T30 Max ট্যাবলেটটির ওপর থেকে পর্দা সরিয়েছিল। এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে এবং 4K ডিসপ্লে অফার করে, পাশাপাশি ট্যাবটি এলটিই (LTE) সংযোগও সাপোর্ট করে। MWC 2024-এর সময় ডিভাইসটির কিছু ঝলক দেখানোর পর ডুগি এখন T30 Max-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন দাম প্রকাশ করে লঞ্চের ঘোষণা দিয়েছে।
Doogee T30 Max-এর স্পেসিফিকেশন এবং ফিচার
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024-এর সময় ডুগি টি30 ম্যাক্স-এর চিত্তাকর্ষক ডিসপ্লে দেখে ব্র্যান্ডের অনুরাগীরা মুগ্ধ হয়েছিলেন। ট্যাবলেটটিতে 12.4 ইঞ্চির 4K আইপিএস প্যানেল রয়েছে, যা 87.5% স্ক্রিন-টু-বডি রেশিও এবং 1,000:1 কনট্রাস্ট রেশিও অফার করে। ট্যাবলেটটির সাথে একটি স্টাইলাস রয়েছে, যা 4,096 প্রেসার লেভেল সাপোর্ট করে। ডুগি টি30 ম্যাক্স ওয়াইডভাইন এল1-সার্টিফাইড, অর্থাৎ এটি নেটফ্লিক্সের মতো ডিআরএম (DRM)-সুরক্ষিত স্ট্রিমিং সার্ভিস থেকে উচ্চ-রেজোলিউশনের কনটেন্ট স্ট্রিম করতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য, ডুগি টি30 ম্যাক্স 8 জিবি এলপিডিডিএর4এক্স র্যামে এবং 512 জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ট্যাবে বিশাল 10,800 এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে, যা 33 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, ডুগি টি30 ম্যাক্স-এ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর ট্যাবলেটটির সামনে একটি 20 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান।
সফ্টওয়্যারের ক্ষেত্রে, Doogee T30 Max অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে। শোনা যাচ্ছে এটি অনেকগুলি ওএস আপগ্রেড পাবে, যদিও আপডেটের সংখ্যা কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। নতুন ডুগি ট্যাবলেটটি তিনটি কালার অপশনে উপলব্ধ এবং সবগুলিই 8 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে৷ পরিশেষে, T30 Max ট্যাবটি 7.9 মিলিমিটার স্লিম বলে জানানো হয়েছে।
Doogee T30 Max-এর মূল্য এবং লভ্যতা
মার্কিন বাজারে Doogee T30 Max ট্যাবলেটটির আসল মূল্য 329 ডলার (প্রায় 27,425 টাকা)। কিন্তু কোম্পানি এরসাথে একটি কুপন অফার করছে, যার দ্বারা আগ্রহী ক্রেতারা মাত্র 296.10 ডলার (প্রায় 24,685 টাকা)-এ ডিভাইসটি কিনতে পারবেন। যদিও নতুন Doogee T30 Max ট্যাবলেটটির স্থায়িত্ব ও মজবুতির সম্পর্কে কোনও বিশদ তথ্য এখনও জানা যায়নি, তবে ডুগির অন্যান্য ডিভাইসের মতো এই ট্যাবটিও রাগড ডিভাইস হবে আশা করা যায়। Doogee T30 Max ভারতের বাজারে পাওয়া যাবে কিনা, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।