Vivo Pad 3 Pro: ফোন ভুলে যাবেন! ভিভোর নয়া ট্যাবে একরাশ চমক, কী ফিচার নেই বলুন

Published on:

Vivo Pad 3 Pro Launched in China

গতকাল (26 মার্চ) ভিভো তাদের হোম মার্কেট চীনে একটি বিশাল লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে কোম্পানি নতুন ফোল্ডেবল ও টিডাব্লিউএস (TWS) ইয়ারফোনের পাশাপাশি, একটি দুর্ধর্ষ ট্যাবলেট লঞ্চ করেছে। ভিভোর নয়া ট্যাবটির নাম হল Vivo Pad 3 Pro। এটি প্রিমিয়াম স্পেসিফিকেশন অফার করে। এতে 3.1K রেজোলিউশনের ডিসপ্লে, 512 জিবি পর্যন্ত স্টোরেজ এবং বিশাল 11,500 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে। এটি MediaTek Dimensity 9300 প্রসেসর চালিত প্রথম ট্যাবলেট হিসাবে আত্মপ্রকাশ করেছে।

Vivo Pad 3 Pro: স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো প্যাড 3 প্রো-তে 3.1কে পিক্সেলের রেজোলিউশন সহ বড় 13 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস, P3 কালার গ্যামট এবং এইচডিআর10 সাপোর্ট করে। অডিওর জন্য, আট-স্পিকারের সিস্টেমের সাথে 3D প্যানোরামিক সাউন্ড মিলবে। ডিজাইনের দিক থেকে, ভিভো প্যাড 3 প্রো-তে ফ্ল্যাট ফ্রেম এবং একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে 13 মেগাপিক্সেলের একটাই সেন্সর বিদ্যমান। আর সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করছে। নিরাপত্তার জন্য, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ভিভো প্যাড 3 প্রো হল বিশ্বের প্রথম ট্যাবলেট, যা মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসরে চলে। এটি 16 জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি ইউএফএস 4 স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। হিট ডিসিপেশনের জন্য, প্যাড 3 প্রো-এ বড় ভেপার কুলিং চেম্বার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটটি 11,500 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

সফ্টওয়্যারের ক্ষেত্রে, Vivo Pad 3 Pro অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে অরিজিনওএস 4 কাস্টম স্কিনে চলে। ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াইফাই-7, ব্লুটুথ 5.4, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ইউএসবি-সি পোর্ট। ট্যাবলেটটি Vivo Pencil 2 স্টাইলাস এবং কীবোর্ডের সাথে কম্প্যাটিবল।

Vivo Pad 3 Pro-এর মূল্য ও লভ্যতা

চীনে Vivo Pad 3 Pro-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 35,050 টাকা)। যেখানে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ সংস্করণটি 3,299 ইউয়ান (প্রায় 38,540 টাকা)-এ কেনা যাবে। গতকাল থেকেই চীনে Vivo Pad 3 Pro-এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ও আগামী 3 এপ্রিল থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। গ্রে, ব্লু এবং পার্পল – এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে। Vivo Pad 3 Pro কবে ভারতীয় বাজারে আসবে, তা এখনও জানা যায়নি।

সঙ্গে থাকুন ➥