OnePlus Pad Go: তুখোড় ফিচার্সে মন জিতে নেবে, ওয়ানপ্লাস-এর সবথেকে সস্তা ট্যাবলেট লঞ্চ হল

Update: 2023-10-06 13:31 GMT

দীর্ঘদিনের জল্পনার অবসান করে ওয়ানপ্লাস আজ (৬ অক্টোবর) তাদের সবথেকে সস্তা ট্যাবলেট হিসাবে ভারতে OnePlus Pad Go লঞ্চ করেছে। এটি স্ট্যান্ডার্ড OnePlus Pad-এর একটি ডাউনগ্রেড ভার্সন, যা গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। নবাগত ওয়ানপ্লাস ট্যাবটিতে রয়েছে এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G99 চিপসেট, ৮,০০০ এমএএইচ ব্যাটারি। চলুন এই সাশ্রয়ী মূল্যের OnePlus Pad Go-এর দাম সহ সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus Pad Go-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস প্যাড গো দেখতে রেগুলার ওয়ানপ্লাস প্যাডের মতো। অর্থাৎ, এতে ফ্ল্যাট-এজ ডিজাইন এবং পিছনের প্যানেলের মাঝখানে অভিনব ওরিও-স্টাইল ক্যামেরা কাটআউট রয়েছে। ট্যাবটি টু-টোন টুইন মিন্ট কালার ফিনিশে এসেছে, যার সামনে 2K রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১১.৩৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি লো ব্লু লাইটের জন্য টিইউভি রাইনল্যান্ড সার্টিফায়েড এবং চোখের সুরক্ষার জন্য ডিসি ডিমিং সাপোর্ট করে। এছাড়াও, বেডটাইম বলে এক মোড রয়েছে যা শোবার আগে কিছু সময় ডিভাইস থেকে নির্গত মস্তিষ্ক-উদ্দীপক আলোর পরিমাণ কমিয়ে সহজে ঘুমিয়ে পড়তে সাহায্য করে।

রেগুলার OnePlus Pad-এর মতো, Pad Go-তে ৭:৫ অ্যাসপেক্ট রেশিওর স্ক্রিন রয়েছে, যা কোম্পানির দাবি অনুযায়ী, বই পড়া, গেম খেলা এবং ওয়েব পেজগুলির জন্য আরও বেশি স্ক্রিন স্পেস প্রদান করে। তবে, ডিসপ্লের চারপাশে পুরু ৭.৫ মিলিমিটারের বেজেল রয়েছে। ফলে ট্যাবটি ৮৬.৪% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য, OnePlus Pad Go-এ রয়েছে MediaTek Helio G99 চিপ, যা সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত প্রসারণযোগ্য স্টোরেজের সাথে যুক্ত। এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে অক্সিজেনওএস ১৩.২ (OxygenOS 13.2) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাসের নয়া ট্যাবটির সামনে এবং পিছনের প্যানেলে একটি করে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে। উভয় ক্যামেরাই ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ১,০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়া, রিয়ার ক্যামেরাতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Pad Go-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে, ট্যাবটিতে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। OnePlus Pad Go-এ ৪জি নেটওয়ার্ক আছে, কিন্তু কোন স্টাইলাস সাপোর্ট নেই।

জানিয়ে রাখি, এই ট্যাবটিতে ওয়ানপ্লাস স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কিছু এক্সক্লুসিভ সফ্টওয়্যার ট্রিক রয়েছে। যখন ওয়ানপ্লাসের ট্যাবলেট এবং ফোন একে অপরের কাছাকাছি থাকবে এবং এগুলিতে একই ওয়ানপ্লাস অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে, তখন ওয়ানপ্লাস ফোন ব্যবহারকারীরা কোনও বিঘ্ন ছাড়াই OnePlus Pad Go-তে সংযোগ করতে পারবেন। একইভাবে, ট্যাবে স্ক্রিন মিররিং এনেবল করে ইউজাররা ট্যাবলেটের বড় স্ক্রিনের একটি ফ্লোটিং উইন্ডোতে ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও, দুটি ডিভাইসের মধ্যে ফটো এবং অন্যান্য ফাইল ড্র্যাগ করে আনা যাবে এবং প্যাড গো-তে সরাসরি কল এবং নোটিফিকেশন পাওয়াও সম্ভব। এমনকি, OnePlus Pad Go ওয়ানপ্লাস এবং ওপ্পো (Oppo) ফোনের সাথে ক্লিপবোর্ড কন্টেন্ট এবং ফটো গ্যালারি শেয়ার করতে পারে, যাতে ব্যবহারকারীরা সেগুলিকে একটি বড় স্ক্রিনে দেখতে এবং এডিট করতে পারেন।

OnePlus Pad Go-এর মূল্য এবং লভ্যতা

ওয়ানপ্লাস প্যাড গো আগামী ১২ অক্টোবর দুপুর ১২ টা থেকে প্রি-অর্ডারের জন্য অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট, এবং ওয়ানপ্লাস-এর এক্সপেরিয়েন্স স্টোরগুলিতে উপলব্ধ হবে। আগামী ২০ অক্টোবর থেকে ট্যাবটির ওপেন সেল শুরু হবে। ভারতে ওয়ানপ্লাস প্যাড গো-এর সকল ভ্যারিয়েন্টের দাম নিম্নরূপ।

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ (শুধু ওয়াইফাই) - ১৯,৯৯৯ টাকা।

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ (এলটিই) - ২১,৯৯৯ টাকা।

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ (এলটিই) - ২৩,৯৯৯ টাকা।

Tags:    

Similar News