Oukitel RT7 Titan: এক চার্জে চলবে 6 মাস! বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি এই ট্যাবে
বর্তমানে ট্যাবলেট মার্কেটে প্রতিযোগিতার পারদ ঊর্ধ্বমুখী। একদিকে, iPad-এর হাত ধরে অনেকটাই এগিয়ে Apple। অন্যদিকে, Samsung, Huawei এবং Lenovo-এর মতো সংস্থা আইফোন নির্মাতাকে টক্কর দেওয়ার চেষ্টা করছে। তবে এই দৌড়ে শুধু বড় কোম্পানি সামিল তা নয়, ছোট ব্র্যান্ডগুলিও তাদের উপস্থিতি জানান দিচ্ছে। সেই সব সংস্থার মধ্যে অন্যতম ওকিটেল (Oukitel)। যারা RT7 Titan 5G নামে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। এটিই বিশ্বের প্রথম ৫জি রাগেড ট্যাব। এছাড়া, ডিভাইসটি ৩২,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা সত্যিই অবিশ্বাস্য। চলুন Oukitel RT7 Titan 5G-এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Oukitel RT7 Titan 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার
কিছুদিন আগেই ওকিটেল তাদের আরটি৬ মডেলটি বাজারে লঞ্চ করে। এর মজবুতি এবং বিশাল ২০,০০০ এমএএইচ ব্যাটারির ক্ষমতা সবাইকে অবাক করে দিয়েছিল। আর এখন, সংস্থাটি নতুন ওকিটেল আরটি৭ টাইটান ৫জি মডেলটির ওপর থেকে পর্দা সরিয়েছে। এটি হল প্রথম রাগড ট্যাবলেট যা ৫জি সংযোগ প্রদান করে৷ চরম পরিস্থিতি যাতে সহ্য করতে পারে, এমনভাবে ডিভাইসটিকে ডিজাইন করা হয়েছে।
ওকিটেলের এই নতুন ট্যাবলেটটি এমআইএল-এস টিডি-৮১০জি ও আইপি৬৮/আইপি৬৯কে-সার্টিফায়েড। অর্থাৎ এটি তরল বস্তুর ফোঁটা, ধুলো, জল এবং চরম তাপমাত্রা সহ্য করতে পারে। এটিতে শকপ্রুফ বাম্পার এবং একটি রাবারাইজড আবরণ রয়েছে যা বিভিন্ন বাধা এবং স্ক্র্যাচ থেকে রক্ষা করতে পারে।
Oukitel RT7 Titan 5G-এর সামনের দিকে ১০.১ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১,৯২০ x ১,২০০ পিক্সেল। ডিসপ্লেটি উজ্জ্বল এবং পরিষ্কার, ফলে ট্যাবটিকে সরাসরি সূর্যের আলোতে ব্যবহার করতে কোনও অসুবিধা হবে না। আরটি৭ টাইটান ৫জি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭২০ প্রসেসরের সাথে এসেছে, যার সাথে ১২ জিবি র্যাম যুক্ত রয়েছে, যা এটিকে দ্রুত এবং প্রতিক্রিয়াশীল করে তোলে। এই ওকিটেল ট্যাবে ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে, যা একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Oukitel RT7 Titan 5G-এর পিছনে একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে, যার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২০ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স অবস্থান করছে। আর ট্যাবটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Oukitel RT7 Titan 5G-তে সুবিশাল ৩২,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা ১৮০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম প্রদান করতে পারে। ট্যাবটি ফাস্ট চার্জিংও সাপোর্ট করে, ফলে ইউজাররা দ্রুত তাদের ডিভাইসটি চার্জ করতে পারবেন।
Oukitel RT7 Titan 5G-এর মূল্য এবং লভ্যতা
Oukitel RT7 Titan 5G-এর একমাত্র ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি বর্তমানে অ্যালিএক্সপ্রেস ই-কমার্স প্ল্যাটফর্মে ১,০০৪.৮১ ডলার (প্রায় ৮৩,৩০৫ টাকা)-এর পরিবর্তে মাত্র ৩১১.৪৯ ডলার (প্রায় ২৫,৮২৫ টাকা) মূল্যে কেনার জন্য উপলব্ধ। এটি ভারতে আসবে কিনা, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।