Samsung Galaxy Tab Active 4 Pro: জল লাগলেও নষ্ট হবে না, পড়লেও ভাঙবে না স্যামসাংয়ের নতুন ট্যাব
স্যামসাং তাদের নতুন রাগড ট্যাবলেট, Samsung Galaxy Tab Active 4 Pro-এর ওপর থেকে অবশেষে পর্দা সরিয়েছে। এই ট্যাবটিকে নিয়ে বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। সংস্থার তরফে জানানো হয়েছে যে, সেপ্টেম্বরের শেষের দিকেই Galaxy Tab Active 4 Pro বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে। স্যামসাং বলেছে যে, এই রাগড ট্যাবলেটটি মিলিটারি-গ্রেডের দৃঢ়তা, উন্নত প্রোডাক্টিভিটি ফিচার এবং স্যামসাং নক্স (Samsung Knox) সিকিউরিটি প্ল্যাটফর্ম অফার করে। আবার এই ডিভাইসে ১০.১ ইঞ্চির ডিসপ্লে, একটি অনির্দিষ্ট অক্টা-কোর প্রসেসর, এস পেন সাপোর্ট, ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং এবং নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। চলুন Samsung Galaxy Tab Active 4 Pro-এর দাম, উপলব্ধতা এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো-এর মূল্য এবং লভ্যতা ( Samsung Galaxy Tab Active 4 Pro Price and Availability)
স্যামসাংয়ের ঘোষণা অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো চলতি মাসের শেষের দিকে ইউরোপের কিছু বাজারে উপলব্ধ হবে। ট্যাবলেটটি ২০২২ সালের পরে এশিয়া, লাতিন আমেরিকা, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারগুলিতে পাওয়া যাবে। তবে স্যামসাং এখনও কোনও মার্কেটের জন্যই গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো-এর দাম প্রকাশ করেনি।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy Tab Active 4 Pro Specifications)
ডুয়েল সিমের (শুধুমাত্র উত্তর আমেরিকাতে) গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো-তে ১০.১ ইঞ্চির ডাব্লিউইউএক্সজিএ WUXGA (১,৯২০x১,২০০ পিক্সেল) টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ডিভাইসে ব্যবহৃত প্রসেসরটির নাম এখনও প্রকাশ করেনি সংস্থা। তবে একটি রিপোর্ট অনুযায়ী, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট দ্বারা চালিত হতে পারে। গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো-এ সর্বাধিক ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ট্যাবলেটের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি অ্যান্ড্রয়েড ১২.০ ভিত্তিক ওয়ান ইউআই (One UI) ইউজার ইন্টারফেসে রান করে।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy Tab Active 4 Pro-এ এফ/১.৯ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে। আর ট্যাবের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এই নয়া স্যামসাং ট্যাবলেটের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অ্যাক্সিলোমিটার, জিওম্যাগনেটিক, জাইরো, লাইট, হল এবং প্রক্সিমিটি সেন্সর। নিরাপত্তার জন্য এই ডিভাইসের হোম কী-তে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা আছে, এর সাথে ফেস রিকগনিশন ফিচারটিও মিলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Tab Active 4 Pro অপসারণযোগ্য ৭,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা প্রয়োজনে দ্রুত পরিবর্তন করা যায়। Galaxy Tab Active 4 Pro-এর অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং, এমআইএল-এসটিডি-৮১০এইচ (MIL-STD-810H) স্ট্যান্ডার্ড ডিউরেবিলিটি, ইন-বক্স প্রতিরক্ষামূলক কভার সহ ১.২মি অ্যান্টি-শক এবং কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা। সবশেষে, ট্যাবলেটটির পরিমাপ ২৪২.৯x১৭০.২x১০.২ মিলিমিটার এবং ওজন ৬৭৪ গ্রাম।