12 মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবেনা, Samsung Galaxy Tab Active 5 দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

By :  SUMAN
Update: 2024-01-10 16:55 GMT

'কনজিউমার ইলেকট্রনিক্স শো' (CES 2024) টেক কনফারেন্স চলাকালীন আজ Samsung Galaxy Tab Active 5 ট্যাবলেটের উপর থেকে পর্দা সরানো হল। এটি রগড ডিজাইন ও মিলিটারি গ্রেডের সাথে আসায় যথেষ্ট টেকসই বডি-বিল্ড অফার করে। আবার বিশেষত্ব হিসাবে Samsung Galaxy Tab Active 5 মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে, এক্সিনস চিপসেট, ২৫৬ জিবি স্টোরেজ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি এবং একাধিক কার্যকরী কানেক্টিভিটি বিকল্প পাওয়া যাবে। যদিও সংস্থার তরফ থেকে এখনো এই ট্যাবলেটের দাম এবং প্রাপ্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি। চলুন Samsung Galaxy Tab Active 5 -এর কনফিগারেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab Active 5 এর স্পেসিফিকেশন এবং ফিচার

Samsung Galaxy Tab Active 5 ট্যাবলেট MIL-STD-810H স্ট্যান্ডার্ডের সাথে এসেছে। এতে প্রতিস্থাপনযোগ্য ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির পার্শ্ববর্তী বেজেলে তিনটি ফিজিক্যাল বাটন নজরে পড়বে। এই ট্যাবলেট ইনবক্স প্রোটেক্টিভ কভার সহ লঞ্চ হয়েছে। যেকারণে এটি ১২ মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে। আবার ধুলো এবং জল প্রতিরোধের জন্য ডিভাইস এবং এর সাথে আসা স্টাইলাস পেন উভয়ই IP68 রেটিং প্রাপ্ত। এর ডিসপ্লে গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত।

Samsung Galaxy Tab Active 5 ট্যাবলেট ৮-ইঞ্চির LCD ডিসপ্লে প্যানেল সহ এসেছে, যা ১৯২০x১২০০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের উপরিভাগে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ডিভাইসের পেছনে রয়েছে অটোফোকাস-এনাবল ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে, যা ৩০ এফপিএস রেটে ৪কে ভিডিও রেকর্ডিংয়ে সমর্থ। এটি কোন অ্যান্ড্রয়েড সংস্করণে রান করে তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এতে পুরোনো প্রজন্মের অ্যান্ড্রয়েড ১২ ভার্সন প্রি-লোডেড আছে। এই ট্যাবলেটে এক্সিনস ১৩৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ যুক্ত। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো সম্ভব।

নবাগত Samsung Galaxy Tab Active 5 মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আবার কানেক্টিভিটি বিকল্প হিসাবে - ই-সিম সমর্থন সহ ডুয়াল সিম স্লট, ৫জি, পোগো পিন, একটি ৩.৫মিমি অডিও জ্যাক, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং এনএফসি অন্তর্ভুক্ত। এছাড়া ডিভাইসটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডলবি অ্যাটমস সমর্থিত অডিও সিস্টেম এবং একটি কাস্টমাইজযোগ্য অ্যাক্টিভ-কী সহ লঞ্চ হয়েছে। Samsung Galaxy Tab Active 5 -এর পরিমাপ ১২৬.৮x২১৩.৯x১০.১ মিমি এবং ওজন ৪৩৩ গ্রাম।

Tags:    

Similar News