Samsung Galaxy Tab A8 ট্যাবলেটে বাম্পার অফার, 12 হাজার টাকার কমে কেনার সুযোগ

By :  techgup
Update: 2023-03-10 07:14 GMT

একথা আমাদের সকলেরই জানা যে, দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্ট Samsung নানাবিধ ক্যাটাগরির বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট তৈরির জন্য ইউজারমহলে বিশেষভাবে পরিচিত। সংস্থাটির পোর্টফোলিওতে অজস্র স্মার্টফোন ছাড়াও একাধিক ধামাকাদার ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং স্মার্ট টিভি মজুত রয়েছে। সেক্ষেত্রে যারা হালফিলে একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা কোম্পানির কোনো দুর্দান্ত ট্যাবলেট অত্যন্ত সস্তায় কেনার প্ল্যান করছেন, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে রয়েছে একটি দারুণ সুখবর। আসলে চলতি সময়ে Amazon থেকে Samsung Galaxy Tab A8 বিশাল ছাড়ে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। সোজা কথায় বললে, একেবারে বাজেট রেঞ্জের স্মার্টফোনের দামে ইদানীংকালে এই ডিভাইসটি কেনা যাবে।

বলে রাখি, উক্ত ডিভাইসটির সাহায্যে অনলাইন ক্লাস থেকে শুরু করে ভিডিও কনফারেন্স সহ অনেক জরুরি কাজ অতি সহজেই করা যায়। উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮-এ রয়েছে ১০.৫ ইঞ্চির বড়ো ডিসপ্লে এবং ৩ জিবি র‌্যাম। ফলে সাশ্রয়ী মূল্যে ওয়াই-ফাই কানেক্টিভিটিকে কাজে লাগিয়ে বিভিন্ন জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মের কনটেন্ট যারা একটু বড়ো পর্দায় দেখতে চাইছেন, তাদের জন্য এই ডিভাইসটি এককথায় আদর্শ। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) বা নেটফ্লিক্স (Netflix)-এর মোবাইল প্ল্যানের সুবিধা ট্যাবলেট দিয়ে লগইন করলেও পাওয়া যায়; অর্থাৎ কম টাকা ব্যয় করেও অতি অনায়াসে বড়ো পর্দায় ভিডিও স্ট্রিম করতে পারবেন ইউজাররা।

Amazon থেকে বাম্পার ডিসকাউন্টে কিনে নিন Samsung Galaxy Tab A8

আপনাদেরকে জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮-এর আসল দাম ২১,৫৯৯ টাকা। তবে বর্তমানে ৩৫ শতাংশ ছাড়ের দৌলতে অ্যামাজন থেকে এই ডিভাইসটি ১৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন ইউজাররা। উল্লেখ্য যে, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ আসা ওয়াই-ফাই অনলি (WiFi Only) ভ্যারিয়েন্টটি উক্ত দামে কেনা যাবে। আবার, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

আবার, আলোচ্য ট্যাবলেটটি কেনার সময় গ্রাহকরা চাইলে পুরোনো স্মার্টফোন বা ট্যাবলেট এক্সচেঞ্জ করারও সুযোগ পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ১৩,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে একথা অবশ্যই মনে রাখতে হবে, যে ডিভাইসটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। বলে রাখি, গ্যালাক্সি ট্যাব এ৮ ট্যাবলেটটি গ্রে, পিঙ্ক গোল্ড ও সিলভার কালার অপশনে কেনা যাবে।

Samsung Galaxy Tab A8-এর ফিচার এবং স্পেসিফিকেশন

SM-X200NZAAINU মডেল নম্বরযুক্ত স্যামসাংয়ের এই ট্যাবলেটে রয়েছে ১০.৫ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ (WUXGA) টিএফটি ডিসপ্লে, যা ১,৯২০x১,২০০ পিক্সেল রেজোলিউশন, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও এবং ৮০% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। পাতলা বেজেল সহ আসা এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬১৮ (UniSOC T618) প্রসেসর, যার সাথে রয়েছে মালি জি৫২ এমপি২ জিপিইউ। ট্যাবলেটটিতে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ বিদ্যমান; তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স্যামসাংয়ের এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১১ (Android 11) অপারেটিং সিস্টেমে রান করে। ক্যামেরার কথা বললে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮-এ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে এলইডি (LED) ফ্ল্যাশ লাইট সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ট্যাবে মিলবে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৭,০৪০ এমএএইচ ব্যাটারি। আবার, এতে ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্ট সহ কোয়াড স্টিরিও স্পিকার উপলব্ধ রয়েছে। সবশেষে বলে রাখি, ট্যাবলেটটির ওজন ৫০৮ গ্রাম এবং পরিমাপ ২৪৬.৮ x১৬১.৯ x৬.৯ মিমি।

Tags:    

Similar News