Vivo Pad 2: ট্যাবেও এবার বিদ্যুৎগতির স্পিড! ফাঁস হয়ে গেল ভিভো প্যাড ২ এর প্রসেসরের নাম

Update: 2023-03-02 05:59 GMT

সম্প্রতি সূত্র মারফৎ জানা গেছে যে, ভিভো গত বছর এপ্রিল মাসে লঞ্চ হওয়া Vivo Pad এর বদলি হিসাবে একটি নতুন ট্যাবলেটের ওপর কাজ করছে, যা Vivo Pad 2 নামে বাজারে আসবে। আর এখন এক টিপস্টার দাবি করেছেন যে, এই নতুন ট্যাবলেট MediaTek Dimensity 9000 চিপসেট দ্বারা চালিত হবে। যা আপকামিং OnePlus Pad এবং Oppo Pad 2 ট্যাবগুলিতেও ব্যবহৃত হবে বলে শোনা যাচ্ছে। তাই মনে করা হচ্ছে যে, Vivo Pad 2 উল্লেখিত ট্যাবলেটগুলির প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে আত্মপ্রকাশ করবে। আসুন তাহলে এখনও পর্যন্ত ভিভোর আসন্ন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Vivo Pad 2-এর প্রসেসরের বিবরণ

শোনা যাচ্ছে যে, ভিভো প্যাড ২ ট্যাবলেটটি এবছরের এপ্রিল মাসে আয়োজিত একটি লঞ্চ ইভেন্টে ভিভো এক্স ফোল্ড ২ এবং ভিভো এক্স ফ্লিপ-এর সাথে লঞ্চ হতে পারে। এরমধ্যে ভিভো এক্স ফোল্ড ২ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত প্রথম ফোল্ডেবল ফোন হবে বলে আশা করা হচ্ছে, যেখানে ভিভো এক্স ফ্লিপ স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট ব্যবহার করবে বলে জানা গেছে। আর এখন টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, ভিভো প্যাড মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর ডাইমেনসিটি ৯০০০ এর সঙ্গে আসবে। তবে, এটি ছাড়া নতুন এই ট্যাবলেটটির সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করেননি টিপস্টার।

জানিয়ে রাখি, গত এপ্রিলে বাজারে আত্মপ্রকাশ করা ভিভো প্যাডে ১,৬০০ x ২,৫৬০ পিক্সেল রেজোলিউশন, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১১ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত৷

ফটোগ্রাফির জন্য, Vivo Pad-এর ব্যাক প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড স্ন্যাপার সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর ট্যাবলেটটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও রয়েছে। Vivo Pad-এ অডিওর জন্য কোয়াড স্পিকার সেটআপ অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটটিতে ৮,০৪০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি প্যাড-ভিত্তিক অ্যান্ড্রয়েড ১২ ওএস-এর ওপর নির্ভর করে অরিজিনওএস (OriginOS) ইউজার ইন্টারফেসে রান করে।

উল্লেখ্য, প্রসেসর ছাড়া Vivo Pad 2-এ অন্যান্য কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে, সেসম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য সামনে আসেনি। তবে, এটি বর্তমান প্রজন্মের ভিভো প্যাডের যোগ্য উত্তরসূরি হবে বলে আশা করা হচ্ছে। তাই এতে একাধিক আপগ্রেড পরিলক্ষিত হতে পারে।

Tags:    

Similar News