সুখবর, দাম কমলো Xiaomi Pad 5 ট্যাবলেটের, এখন কিনতে কত খরচ হবে
Xiaomi ভারতে তাদের লেটেস্ট ট্যাবলেট মডেল উন্মোচন করার তারিখ নিশ্চিত করেছে। আসন্ন Xiaomi Pad 6 অ্যান্ড্রয়েড ট্যাবলেট আগামী ১৩ই জুন এদেশে লঞ্চ হবে। বলার অপেক্ষা রাখে না যে, এটি পূর্বসূরি Xiaomi Pad 5 -এর তুলনায় একাধিক অ্যাডভান্স ফিচার অফার করবে৷ উল্লেখযোগ্যভাবে এতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট থাকবে।
তবে উত্তরসূরিটি ফিচারের নিরিখে আমাদের নজর কাড়লেও, পূর্বসূরি এখন সাশ্রয়ী দামের জন্য দরুনভাবে ক্রেতাদের আকৃষ্ট করতে পারে। ব্যাপারটা একটু খুলে বলি তাহলে। আসলে নতুনের আগমনে বিদ্যমান ডিভাইসের দাম কমানো এখন প্রায় প্রত্যেকটি ব্র্যান্ডেরই মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে। সেই মতো Xiaomi আজ ভারতের বাজারের জন্য তাদের পুরোনো-প্রজন্মের Xiaomi Pad 5 ট্যাবলেটের দাম ১,০০০ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করলো। চলুন পূর্বসূরিটিকে কত দামে কিনে নেওয়া যাক তা জেনে নেওয়া যাক…
ভারতে Xiaomi Pad 5 ট্যাবলেটের নতুন দাম
শাওমি প্যাড ৫ ট্যাবলেটকে দুটি স্টোরেজ বিকল্পের সাথে এদেশে লঞ্চ করা হয়েছিল, যথা ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। তৎকালীন সময়ে এগুলির দাম রাখা হয়েছিল যথাক্রমে ২৬,৯৯৯ টাকা এবং ২৮,৯৯৯ টাকা। যার মধ্যে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন ১,০০০ টাকা কমানো হয়েছে এবং উচ্চতর ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে ৫০০ টাকা কমে পাওয়া যাবে। অর্থাৎ মূল্যহ্রাসের পর ক্রেতারা এখন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পকে যথাক্রমে ২৫,৯৯৯ টাকায় এবং ২৮,৪৯৯ টাকায় কিনতে পারবেন৷
শুধু তাই নয়, শাওমি প্যাড ৫ এখন ব্যাঙ্ক কার্ড অফারেও উপলব্ধ। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এটি কিনলে ধার্য মূল্যের উপর ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এই ট্যাবলেটকে - কসমিক গ্রে কালার অপশনে পাওয়া যাচ্ছে।
Xiaomi Pad 5 এর স্পেসিফিকেশন ও ফিচার
Xiaomi Pad 5 ট্যাবলেটে ১০.৯৫-ইঞ্চির WQHD+ (২৫৬০x১৬০০ পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে, যা ২৭৫ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ১৬:১০ এসপেক্ট রেশিও, ৬৫০ নিট পিক ব্রাইটনেস, ১০-বিট প্যানেল, DCI-10 কালার গ্যামেট এবং ডলবি ভিশন এইচডিআর স্ট্যান্ডার্ড প্রযুক্তি সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ট্যাবলেটে ৬ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, Xiaomi Pad 5 ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। দুর্দান্ত অডিও কোয়ালিটি অফারের জন্য এতে কোয়াড স্পিকার সিস্টেম বিদ্যমান, যা ডলবি অ্যাটমস, হাই-রেস অডিও এবং হাই-রেস অডিও ওয়্যারলেস প্রযুক্তি সমর্থন করে। কানেক্টিভিটির জন্য ডিভাইসে - ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৯ এবং একটি ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পরিশেষে Xiaomi Pad 5 ট্যাবলেটে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৮,৭২০ এমএএইচ কোয়ালিটির ব্যাটারি ব্যাটারি আছে।