Xiaomi Pad 6 Max বাহুবলী 10000mAh ব্যাটারি ও আইফোনের মতো 3D ToF সেন্সর সহ লঞ্চ হল
Xiaomi আজ তাদের হোম-মার্কেটে একটি মেগা ইভেন্টের আয়োজন করেছিল। এই ইভেন্ট চলাকালীন টেক জায়ান্টটি একটি ফোল্ডেবল স্মার্টফোন, একটি স্মার্টফোন, এবং ওয়্যারেবল ডিভাইস সহ আরো নানাবিধ প্রোডাক্ট লঞ্চ করেছে। পাশাপাশি, সংস্থাটি Xiaomi Pad 6 সিরিজের অধীনে একটি নয়া ট্যাবলেটের ঘোষণা করেছে, যার নাম Xiaomi Pad 6 Max। জানিয়ে রাখি এর পূর্বে আলোচ্য সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Xiaomi Pad 6 এবং Xiaomi Pad 6 Pro মডেল দুটি লঞ্চ হয়েছিল। নয়া মডেলে এদের তুলনায় আপগ্রেড ফিচার পাওয়া যাবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, হিট ডিসিপিশন সিস্টেম, ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত আটটি স্পিকার সিস্টেম এবং ১০,০০০ এমএএইচের বড় ব্যাটারি দেওয়া হয়েছে। আবার ডিভাইসের সামনে 3D ToF সেন্সর লক্ষণীয়, যা ইন্ডিকেটর লাইট হিসাবে কাজ করবে। চলুন Xiaomi Pad 6 Max ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Xiaomi Pad 6 Max এর স্পেসিফিকেশন
সিরিজের অন্য দুটি মডেলের ন্যায় শাওমি প্যাড ৬ ম্যাক্স ট্যাবলেটেও মেটাল ইউনিবডি এবং ব্যাক প্যানেলে বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে। যার দরুন ডিভাইসটি যথেষ্ট প্রিমিয়াম লুক অফার করছে। এতে ১৪-ইঞ্চির LCD ডিসপ্লে প্যানেল আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২.৮কে পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। জানিয়ে রাখি আলোচ্য ট্যাবের ডিসপ্লে সাইজ সিরিজের 'প্রো' মডেল অর্থাৎ শাওমি প্যাড ৬ প্রো -এর থেকে ৬২% বড়। পারফরম্যান্সের জন্য উক্ত ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিকে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই প্যাড ১৪ (MIUI Pad 14) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।
Xiaomi Pad 6 Max ট্যাবলেটের পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। আর ডিভাইসের সামনে ২০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার এবং ফেসিয়াল আনলকের জন্য একটি 3D ToF সেন্সর বিদ্যমান থাকছে। জানিয়ে রাখি, 3D ToF সেন্সরটি ইন্ডিকেটর লাইট হিসাবে কাজ করবে, যা কোনো অ্যাপ ডিভাইসের ক্যামেরা অ্যাক্সেস করার চেষ্টা করলেই লাল রঙের লাইট ফ্ল্যাশ করার মাধ্যমে ইউজারকে এই বিষয়ে সতর্ক করবে।
অডিও বিভাগের ক্ষেত্রে, শাওমি ব্র্যান্ডের এই লেটেস্ট ট্যাবলেটে ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত আটটি স্পিকার সিস্টেম উপস্থিত। আবার ওভার-হিটিংয়ের সমস্যা কমাতে এতে ১৫,৮৩৯মিমি এলাকা জুড়ে বিস্তৃত একটি হিট ডিসিপিশন সিস্টেম বিদ্যমান। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই মডেলটি এক সাথে চারটি অ্যাপের সাথে সংযুক্ত হওয়ার সুবিধা প্রদানের জন্য স্প্লিট স্ক্রিন মোড অফার করে। এতে WPS অফিস সহ আরো বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন প্রি-ইনস্টলড পাওয়া যাবে। এই ট্যাবলেট ডিটাচেবল কী-বোর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, যাতে ট্র্যাকপ্যাডও আছে। এতে স্টাইলাস পেন সাপোর্ট করে, যার ফোকাস বাটনকে ভার্চুয়াল লেজার পয়েন্টারে রূপান্তরিত করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Pad 6 Max ট্যাবলেটে ১০,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩৩ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি সমর্থন করে। আবার ব্যাটারি লাইফ আরো উন্নত করার জন্য এতে সার্জ জি১ (Surge G1) প্রটেকশন চিপ ব্যবহার করা হয়েছে।
Xiaomi Pad 6 Max এর দাম
Xiaomi Pad 6 Max ট্যাবলেটকে মোট ৪টি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। এগুলির দাম -
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্ট - ৩,৭৯৯ CNY / ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৪৩,৪০০ টাকা),
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট - ৩,৯৯৯ CNY / ইউয়ান (প্রায় ৪৫,৭০০ টাকা),
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট - ৪,৩৯৯ CNY / ইউয়ান (প্রায় ৫০,২০০ টাকা),
টপ-এন্ড ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্ট - ৪,৭৯৯ CNY / ইউয়ান (প্রায় ৫৪,৮০০ টাকা)।
নবাগত এই ট্যাবলেটকে - ব্ল্যাক এবং সিলভার কালারে পাওয়া যাবে। আর ডিভাইসটির সাথে স্মার্ট টাচ কী-বোর্ড এবং স্টাইলাস একসঙ্গে কেনা যাবে, যেগুলির দাম যথাক্রমে ৭৯৯ ইউয়ান (প্রায় ৯,১০০ টাকা) ও ৪৯৯ ইউয়ান (প্রায় ৫,৭৯৯ টাকা) রাখা হয়েছে।