Samsung Galaxy F54 এর দাম ও সমস্ত ফিচার্স ভারতে লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল

স্যামসাং ভারতীয় বাজারে F-সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, যার নাম Samsung Galaxy F54 5G। এটি ইতিমধ্যেই গুগল প্লে কনসোল (Google Play Console) ডেটাবেসে স্পট করা গেছে। আর এখন লঞ্চের আগে, এক জনপ্রিয় টিপস্টারের সৌজন্যে Galaxy F54 5G-এর স্পেসিফিকেশন এবং ভারতে কত দাম হবে, সেই তথ্য প্রকাশিত হয়েছে। তিনি দাবি করেছেন যে, ফোনটি Exynos 1380 প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়াও জানা গেছে, স্মার্টফোনটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে আসবে। এগুলির পাশাপাশি আপকামিং স্যামসাং ফোনটির সম্পর্কে আর কি কি তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল Samsung Galaxy F54 5G-এর মূল্য

টিপস্টার যোগেশ ব্রারের দাবি, ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি-এর এমআরপি হবে ৩৫,৯৯৯ টাকা। এটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হবে। তবে অন্যান্য কনফিগারেশনে উপলব্ধ হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। অনুমান, গ্যালাক্সি এফ৫৪ ৫জি হবে সবচেয়ে দামী এফ-সিরিজের স্মার্টফোন।

Samsung Galaxy F54 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি-তে ১২০ হার্টজ এবং ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি স্যামসাংয়ের অক্টা-কোর এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি সেই একই প্রসেসর, যা গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং গ্যালাক্সি এম৫৪ ৫জি-তে ব্যবহার করা হয়েছে৷ গ্যালাক্সি এফ৫৪ ৫জি ৮ জিবি র‍্যাম অফার করবে বলেও জানা গেছে। কোম্পানি এই এফ-সিরিজের হ্যান্ডসেটটির জন্য ক্রেতাদের ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনগুলির মধ্যে বেছে নেওয়ার বিকল্প প্রদান করতে পারে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, আসন্ন এফ-সিরিজ স্মার্টফোনটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে বলে জানা গেছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy F54 5G-তে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার কর হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এর আগে এসজিএস ফিমকো (SGS Fimko) সার্টিফিকেশন তালিকায়ও এটি প্রকাশ করা হয়েছিল। পরিশেষে, নয়া গ্যালাক্সি F-সিরিজের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৫ (OneUI 5) ইউজার ইন্টারফেসে রান করবে।