Realme 11 Pro+: এবার হাতের মুঠোয় চাঁদ, প্রযুক্তির কামাল দেখাবে রিয়েলমির নতুন ফোন

হাতের মুঠোয় চাঁদ পাওয়া কঠিন হলেও, মুঠোফোনে চাঁদের অসাধারণ ছবি তোলা আরও সহজ করে দিতে শীঘ্রই বাজারে আসছে Realme 11 Pro+। ফোনটি মিড-রেঞ্জ মডেল হিসাবে আত্মপ্রকাশ করলেও, MediaTek Dimensity 7-সিরিজের চিপসেট, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের মতো উৎকৃষ্ট মানের বৈশিষ্ট্য মিলবে। আর সবচেয়ে আকর্ষনীয় হবে Realme 11 Pro+এর ক্যামেরা সেটআপটি, এতে অত্যাশ্চর্য মুন শট ক্লিক করার জন্য একটি ডেডিকেটেড মোড থাকবে।

Realme 11 Pro+ এর সাথে লুনার ফটোগ্রাফি হবে আরও সহজ

চীনে রিয়েলমি মার্কেটিং ডিরেক্টর জেসি সম্প্রতি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো-তে নতুন রিয়েলমি ১১ প্রো প্লাস দ্বারা ক্যাপচার করা চাঁদের একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিটি ইঙ্গিত করছে যে, ফোনটি সম্ভবত একটি ডেডিকেটেড টেলিফটো সেন্সরের সাথে আসবে। শোনা যাচ্ছে, রিয়েলমি ১১ প্রো প্লাস-এ একটি ৮ মেগাপিক্সেলের টেলিফোটো ইউনিট এবং ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপি৩ সেন্সর উপস্থিত থাকবে৷

Realme 11 Pro+

শুধু তাই নয়, আসন্ন রিয়েলমি ১১ প্রো প্লাস-এ একটি ডেডিকেটেড মুন মোড মিলবে, যার সাহায্যে ব্যবহারকারীরা আরও বিশদে চাঁদের ছবি ক্লিক করতে পারবেন। রিয়েলমি চাঁদকে চিনতে এবং ভালো ডিটেলস যুক্ত উচ্চ-মানের ছবি তৈরি করতে কিছু এআই-বেসড সিন অপ্টিমাইজেশন প্রযুক্তি ব্যবহার করতে পারে।

অন্যান্য স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Realme 11 Pro+ এ লম্বা ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ পিডাব্লিউএম হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭-সিরিজের প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 11 Pro+ সম্ভবত ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Realme 11 Pro+ মডেলটি Realme 11 Pro এবং স্ট্যান্ডার্ড Realme 11-এর সাথে লঞ্চ হবে বলে জানা গেছে।