শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি দিয়ে দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করল Vivo, ফিচার্সের তুলনায় দাম খুবই কম

গত সপ্তাহে ভিভো চীনে Vivo Pad Air লঞ্চ করেছিল। ট্যাবটি 2.8K রেজোলিউশনের বড় এলসিডি স্ক্রিন, Snapdragon 870 চিপসেট, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। তবে লঞ্চের সময় স্পেসিফিকেশন প্রকাশ করলেও, দাম ঘোষণা হয়নি। তবে অবশেষে, ভিভো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, Vivo Pad Air চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে এবং চীনে মূল্য শুরু হবে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৭০০ টাকা) থেকে। আসুন তাহলে এই ট্যাবটির স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Pad Air-এর স্পেসিফিকেশন

ভিভো প্যাড এয়ার-এ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩:২ অ্যাসপেক্ট রেশিও, ১০ বিট কালার এবং পি৩ কালার গ্যামট সহ ১১.৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটের সাথে এসেছে, যা সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিন ওএস ৩.০ (Origin OS 3.0)-এ চলে, যা ভিভো দ্বারা ট্যাবলেটের জন্য ডিজাইন করা একটি কাস্টম স্কিন।

ফটোগ্রাফির জন্য, Vivo Pad Air-এর ব্যাক প্যানেলে ফ্ল্যাশ ছাড়াই একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। আর সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। অডিওর জন্য, Pad Air কোয়াড-স্পিকার সিস্টেম অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৮,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও, Vivo Pad Air ট্যাবটি Vivo Pencil 2 স্টাইলাস সাপোর্ট করে।

চীনে Vivo Pad Air-এর দাম ও লভ্যতা

ভিভো প্যাড এয়ার চারটি কনফিগারেশনে চীনে পাওয়া যাবে। এগুলি হল – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৭০০ টাকা), ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৯১৫ টাকা), ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৩৭৫ টাকা), এবং ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৯২৫ টাকা)। ভিভোর এই ট্যাবটি তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে – ফ্রি ব্লু, ব্রেভ পাওয়ার এবং ইজি সিলভার। এই মুহূর্তে, ভিভো প্যাড এয়ার চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ১৮ অগাস্ট এর সেল শুরু হবে। তবে, চীনের বাইরে প্যাড এয়ারের প্রাপ্যতা সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করেনি ভিভো।