একটানা চলবে পাঁচ সপ্তাহ, Garmin Fenix 7, Fenix 7S, Fenix 7X স্মার্টওয়াচ লঞ্চ হল

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আজ আত্মপ্রকাশ করলো Garmin Fenix 7 স্মার্টওয়াচ সিরিজ। পূর্ববর্তী Fenix মডেলগুলির মতোই, এই নয়া সিরিজটিও সোলার-এনহ্যান্সড। এই সিরিজের অধীনে মোট তিনটি ওয়্যারেবল লঞ্চ করা হয়েছে – Garmin Fenix 7, Garmin Fenix 7S এবং Garmin Fenix 7X। উল্লেখিত প্রত্যেকটি মডেল, টাচ-স্ক্রিন, কালার ডিসপ্লে এবং সিলিকোন স্ট্র্যাপ সহ এসেছে। সিরিজের প্রিমিয়াম মডেল অর্থাৎ Garmin Fenix ​​7, স্মার্টওয়াচ মোডে একটানা পাঁচ সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়া, একাধিক স্পোর্টস মোড এবং SpO2 লেভেল, হার্ট রেট ট্র্যাকিং, রেস্পিরেশন মনিটরিংয়ের মতো নানাবিধ কার্যকরি হেলথ ফিচার পাওয়া যাবে স্মার্টওয়াচ তিনটিতে। তদুপরি, ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাবে রিয়েল-টাইম স্ট্যামিনা টুল, ভিজ্যুয়াল রেস প্রেডিক্টর এবং রিকভারি টাইম এডভাইজার নামের তিনটি নয়া ফিচারও সামিল করা হয়েছে Garmin Fenix 7 সিরিজে। তাহলে চলুন Garmin ব্র্যান্ডের এই লেটেস্ট তিনটি স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Garmin Fenix 7 series দাম

গারমিন ফিনিক্স ৭ সিরিজ অধীনস্ত গারমিন ফিনিক্স ৭, গারমিন ফিনিক্স ৭এস এবং গারমিন ফিনিক্স ৭এক্স স্মার্টওয়াচ ত্রয়ী – স্ট্যান্ডার্ড (নন-সোলার), সোলার এবং স্যাফায়ার সোলার এডিশন বিকল্পে উপলব্ধ। দামের কথা বললে, গারমিন ফিনিক্স ৭ এবং গারমিন ফিনিক্স ৭এস -এর দাম শুরু হচ্ছে ৬৯৯.৯৯ ডলার বা ভারতীয় মূল্যে প্রায় ৫২,১০০ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম থাকছে ৮৯৯.৯৯ ডলার বা প্রায় ৬৭,০০০ টাকা। অন্যদিকে, গারমিন ফিনিক্স ৭এক্স মডেলটি কিনতে নূন্যতম ৮৯৯.৯৯ ডলার বা আনুমানিক ৬৭,০০০ টাকা এবং সর্বাধিক ৯৯৯.৯৯ ডলার বা প্রায় ৭৪,৫০০ টাকা খরচ করতে হবে।

Garmin Fenix 7 series স্পেসিফিকেশন

গারমিন ফিনিক্স ৭, গারমিন ফিনিক্স ৭এস এবং গারমিন ফিনিক্স ৭এক্স স্মার্টওয়াচের ডায়ালের পরিমাপ যথাক্রমে ৪২মিমি, ৪৭মিমি এবং ৫১মিমি। ডিসপ্লে ফিচারের কথা বললে, গারমিন ফিনিক্স সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ১.৩ ইঞ্চির, গারমিন ফিনিক্স ৭এস ওয়াচে ১.২ ইঞ্চির এবং গারমিন ফিনিক্স ৭এক্স -এ ১.৪ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। উল্লেখিত প্রত্যেকটি মডেলেই ২৮০x২৮০ পিক্সেল রেজোলিউশন যুক্ত কালার ডিসপ্লে রয়েছে।

নবাগত এই ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ তিনটি সিলিকন স্ট্র্যাপ সহ এসেছে এবং এগুলি টাইটানিয়াম ও স্যাফায়ারের মতো উপাদান সহযোগে নির্মিত। ডিভাইস চালনার জন্য এগুলির বডিতে ৫টি বাটন-ইন্টারফেস উপস্থিত। এছাড়া, মাল্টি LED ফ্ল্যাশ লাইট, ৩২ জিবি স্টোরেজ, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং ANT+ কানেকশনের সাপোর্টও পেয়ে যাবেন ইউজাররা। তদুপরি, ব্যাটারি লাইফের কথা বললে, সোলার-পাওয়ার সমর্থিত সিরিজের টপ-মডেল অর্থাৎ গারমিন ফিনিক্স ৭এক্স, একক চার্জে ৫ সপ্তাহ পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। তবে, GPS মোড অন থাকলে ব্যাটারি লাইফ কমে ৫ দিন হয়ে যাবে। ওয়্যারেবল গুলি 10ATM ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফায়েড।

গারমিন ফিনিক্স ৭ সিরিজের স্মার্টওয়াচে পালস ওএক্স ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (SpO2), হার্ট রেট, রেস্পিরেশন বা শ্বাস-প্রশ্বাসের গতিবিধি এবং স্ট্রেস ট্র্যাকিংয়ের মতো একাধিক হেলথ তথা ফিটনেস ফিচার বর্তমান। এছাড়া, বডি ব্যাটারি বা বডি এনার্জি ডিটেকশন ফিচারও থাকছে। অন্যদিকে স্পোর্টস ফিচারের মধ্যে – মাউন্টেন বাইকিং, স্কিং, কায়াকিং, স্নো-বোর্ডিং, রোয়িং প্রভৃতি অন্তর্ভুক্ত।

অন্যান্য বিশেষত্বের কথা বললে, গারমিনের এই নয়া ওয়্যারেবলগুলি রিয়েল-টাইম স্ট্যামিনা টুল সহ এসেছে, যা অ্যাথলেট বা ক্রীড়াবিদদের পরিশ্রমের মাত্রা নিরীক্ষণ ও ট্র্যাক করতে দেয়। আবার, ভিজ্যুয়াল রেস প্রেডিক্টর নামে একটি নতুন টুল উপলব্ধ করা হয়েছে সিরিজে, যা রানিং হিস্ট্রি ও ওভারঅল ফিটনেসের উপর ভিত্তি করে প্রশিক্ষণের প্রোগ্রেস বা অগ্রগতি মূল্যায়ন করবে। আবার, প্রশিক্ষণ চলাকালীন নতুন সেশন শুরু হওয়ার আগে ট্রেনিং স্ট্রেস, ডেইলি অ্যাক্টিভিটি এবং রিকোভার হওয়ার জন্য কতটা ঘুম দরকার তা অ্যানালাইজ করতে রিকোভারি টাইম এডভাইজার নামের আরেকটি নতুন স্বাস্থ্য-সম্পর্কিত ফিচার নিয়ে এসেছে গারমিন।

পরিশেষে, Garmin Fenix 7 series, স্পটিফাই, অ্যামাজন মিউজিক ও ডিজার অ্যাপ সাপোর্ট করে। ইউজাররা আইকিউ (IQ) স্টোরের মাধ্যমে ইচ্ছানুসারে অ্যাপ ডাউনলোড করতে পারবেন।