5G ছেড়ে এবার 4G, আমআদমির জন্য আসছে Realme-এর নতুন স্মার্টফোন

রিয়েলমি (Realme) বর্তমানে তাদের একাধিক নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তালিকায় Realme GT5 Pro, Realme C65 5G-এর মতো একাধিক মডেল রয়েছে। এখন রিয়েলমির এক নতুন ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সাইটে হাজির হয়ে বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি ইতিমধ্যেই ইইসি (EEC) এবং ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আসুন নতুন সার্টিফিকেশনটি আসন্ন ফোনটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, দেখে নেওয়া যাক।

Realme-এর নতুন স্মার্টফোনকে দেখা গেল FCC ডেটাবেসে

RMX3890 মডেল নম্বর সহ একেই রিয়েলমি ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুসারে, ওই স্মার্টফোনটির পরিমাপ ১৬৪.৬×৭৫.৪×৭.৫৯ মিলিমিটার এবং ওজন ১৮৫ গ্রাম। এটি একটি ৪জি এলটিই স্মার্টফোন, যেটিতে ২জি, ৩জি, ৪জি, ৫জি, ব্লুটুথ, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, জিপিএস এবং এনএফসি-এর মতো কানেক্টিভিটি অপশন রয়েছে। স্মার্টফোনটি বেইডোউ, গ্যালিলিও, গ্লোনাস এবং জিপিএস সহ চারটি নেভিগেশন সিস্টেমও সাপোর্ট করে।

এটি একটি মিড-রেঞ্জ ৪জি স্মার্টফোন বলে মনে করা হচ্ছে। তবে এখনই এবিষয়ে পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ রিয়েলমির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি। তাই, আসন্ন স্মার্টফোনটির সম্পর্কে আরও ভালোভাবে জানতে এখনও কিছু সময় অপেক্ষা করতেই হবে।

এছাড়াও, রিয়েলমি আগামীকাল চীনে দুপুর ২ টায় (স্থানীয় সময়) তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ Realme GT5 Pro স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এটি হবে প্রথম হ্যান্ডসেট, যা ডলবি ভিশন এইচডিআর-এ টেলিফটো ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। ফোনটি Sony LYTIA সেন্সর এবং ৩,০০০ নিট পিক ব্রাইটনেস সহ বিওই (BOE)-নির্মিত ডিসপ্লের সাথে লঞ্চ হতে পারে। এতে সর্বোচ্চ ২৪ জিবি র‍্যাম সহ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে।

অন্যদিকে, Realme C65 5G ফোনটির ওপরও কাজ চলছে এবং এটি ডিসেম্বরের শুরুতে আত্মপ্রকাশ করতে পারে। ডিভাইসটি ৪ জিবি/৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পা রাখতে পারে। এটিকে ডার্ক পার্পল এবং গ্রীন – এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।