ঝাক্কাস ক্যামেরা, Moto G64 5G ভরপুর ফিচারের সাথে ভারতে লঞ্চ হল, দাম বাজেটের মধ্যে

Moto G64 5G স্মার্টফোন মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে 8 জিবি র‌্যাম+128 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 14,999 টাকা। আবার উচ্চতর 12 জিবি র‌্যাম+256 জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে 16,999 টাকা।

Motorola আজ অর্থাৎ 16ই এপ্রিল ভারতে Moto G64 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো। এটি গত বছর আগত Moto G54 5G মডেলের উত্তরসূরি হিসেবে এসেছে। এর দাম এদেশে 14,999 টাকা থেকে শুরু হচ্ছে। বিশেষত্বের কথা বললে, এই ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD+ IPS LCD ডিসপ্লে মিডিয়াটেকের প্রসেসর, 256 জিবি পর্যন্ত স্টোরেজ, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, এবং নয়টি 5জি ব্যান্ডের সাপোর্ট পাওয়া যাবে। চলুন নয়া Moto G64 5G স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং কনফিগারেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে Moto G64 5G স্মার্টফোনের দাম ও লভ্যতা

এদেশের বাজারে মোটো জি64 5জি স্মার্টফোন মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে 8 জিবি র‌্যাম+128 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 14,999 টাকা। আবার উচ্চতর 12 জিবি র‌্যাম+256 জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে 16,999 টাকা। এটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে আগামী 23শে এপ্রিল থেকে প্রথমবার ভারতে বিক্রি হবে। এটি – আইস লিলাক, পার্ল ব্লু এবং মিন্ট গ্রিন কালার বিকল্পের সাথে এসেছে৷

এবার আসা যাক লঞ্চ অফারের প্রসঙ্গে। যেসকল মোটো জি64 5জি ক্রেতা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন তাদের 1,000 টাকার ছাড় দেওয়া হবে। যার পর ডিভাইসটি নূন্যতম 13,999 টাকা খরচ করে কিনে নেওয়া যাবে। একইভাবে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করলে 1,100 টাকার ডিসকাউন্ট উপভোগ করা যাবে। এই অফারটির লাভ ওঠাতে 8 জিবি ও 12 জিবি র‌্যাম ভ্যারিয়েন্টকে যথাক্রমে 13,899 টাকা ও 15,899 টাকায় কেনা সম্ভব। এছাড়া বিকল্প হিসাবে আপনারা দ্বিতীয় অফারটি বেছে নিতে পারেন, যা হল ফ্লাট 1,000 টাকার বাম্প-আপ এক্সচেঞ্জ বোনাস।

Moto G64 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Motorola Moto G64 5G ফোনে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন সহ 6.5-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল। ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 প্রসেসর থাকছে। এটি 12 জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অফার করে। যদিও অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। এই মোটোরোলা হ্যান্ডসেটটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক মাইইউএক্স কাস্টম স্কিনে রান করে। সংস্থার তরফ থেকে, এর সাথে অ্যান্ড্রয়েড 15 আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Moto G64 5G ফোনের পিছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল আছে, যার মধ্যে ডুয়াল সেন্সর উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ম্যাক্রো শুটার হিসেবেও কাজ করে। ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই ডিভাইসে নয়টি 5জি ব্যান্ড সাপোর্ট করে। ভালো সাউন্ড সরবরাহের জন্য এতে ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম সহ এসেছে। আবার কানেক্টিভিটির জন্য অন্তর্ভুক্ত থাকছে – ডুয়াল সিম স্লট, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Moto G64 5G স্মার্টফোনে 6,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। IP52 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেট 8.89 মিমি পুরু এবং ওজনে 192 গ্রাম।