সবার কাছে থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 12 জিবি র‌্যামের ফোন, 21 তারিখ পর্যন্ত অফার

এক্সচেঞ্জ অফারে আপনি Infinix Zero 5G ফোনের দাম ১৭,৯৫০ টাকা পর্যন্ত কমাতে পারবেন

আপনি যদি ফ্লিপকার্টের বিগ ইয়ার এন্ড সেলে বাম্পার ডিসকাউন্ট সহ কোনো নতুন ফোন কিনতে মিস করেন, তবে হতাশ হবেন না। ফ্লিপকার্ট এই সেল ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। সুপার ভ্যালু ডেজে আপনি লোভনীয় অফার সহ আপনার পছন্দের ফোন নিজের পারবেন। তাই এই সময়ে আপনি যদি সেরা সেলফি ক্যামেরাযুক্ত ফোন খোঁজ করে থাকেন, তাহলে Infinix Zero 5G হ্যান্ডসেটটি আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে। ১২ জিবি র‌্যামের এই ফোনে আজ ৫০ মেগাপিক্সেল সেলফি এবং ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফোনটির এমআরপি ২৯,৯৯৯ টাকা হলেও, সেলে ২০% ডিসকাউন্ট দিয়ে ২৩,৯৯৯ টাকায় এটি কিনতে পারবেন। 

এছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ডপেমেন্টে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় পাবেন। আবার এক্সচেঞ্জ অফারে আপনি Infinix Zero 5G ফোনের দাম ১৭,৯৫০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। মনে রাখবেন এক্সচেঞ্জে প্রাপ্ত ডিসকাউন্ট আপনার পুরানো ফোন, ব্র্যান্ড, এরিয়া পিনকোড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির অবস্থার উপর নির্ভর করবে।

Infinix Zero 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্সের এই ফোনে পাবেন ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য ফোনে গরিলা গ্লাস ৫ দেওয়া হয়েছে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এই ফোনে প্রসেসর হিসেবে পাবেন ডাইমেনসিটি ৮২০০ অক্টা-কোর চিপসেট। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি এআই লেন্স। সেলফি তোলার জন্য ফোনের সামনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এটি ৬০ এফপিএসে 4K ভিডিও রেকর্ডিং করতে পরবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।