T20 World Cup 2024: বিশ্বকাপের জন্য অবাক করা ১৫ জনের স্কোয়াড বাছলেন রায়ডু, বাদ‌ দিলেন হার্দিক-পান্থদের

২০২২ সালের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারের সম্মুখীন হয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্লু বিগ্রেডরা সেমিফাইনালেও জায়গা করে নিতে পারেনি।

আইপিএলের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য যোগ্যতা অর্জনকারী দলগুলি এখন প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই বছর এই টুর্নামেন্ট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজন করা হবে। তবে ভারতীয় দলে এই মুহূর্তে একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটার থাকায় বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য বিসিসিআই রীতিমতো চিন্তার মধ্যে পড়েছে। এবার চেন্নাই সুপার কিংসের অন্যতম প্রক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু (Ambati Rayudu) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য ১৫ সদস্যের ভারতীয় দল বাছাই করলেন।

২০২২ সালের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারের সম্মুখীন হয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্লু বিগ্রেডরা সেমিফাইনালেও জায়গা করে নিতে পারেনি। ফলে এই বছর বিশ্বকাপে যাতে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করতে পারে সেই বিষয়ে বিসিসিআই বিশেষ নজর দিচ্ছে। চলমান আইপিএলের পারফরমেন্সের ওপর ভিত্তি করে দল বাছাই করা হলেও খুব বেশি পরিবর্তন আনা হবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এবার এর মধ্যেই ভারতের অন্যতম ব্যাটসম্যান অম্বাতি রায়ডু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বাছাই করতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সম্ভাবনার বিষয় তুলে ধরলেন। তিনি ওপেনার হিসাবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) বেছে নিয়েছেন। তবে উল্লেখযোগ্যভাবে রায়ডুর মতে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে ঋষভ পান্থের বদলে দিনেশ কার্তিক (Dinesh Karthik) দলে জায়গা পাবেন বলে মনে করছেন।

তরুণ ক্রিকেটারদের মধ্যে দুরন্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগকে (Riyan Parag) তিনি ব্যাটিং অর্ডারে জায়গা দিয়েছেন। এছাড়াও অম্বাতি রায়ডু মনে করছেন সম্ভবত প্রেস অলরাউন্ডার হিসাবে চেন্নাই সুপার কিংসের শিবম দুবে (Shivam Dube) হার্দিক পান্ডিয়ার বদলে জায়গা করে নেবেন এবং গুরুত্বপূর্ণ পেসার হিসাবে লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব (Mayank Yadav) নিজেদের যোগ্যতা অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পাবেন।

অম্বাতি রায়ডুর বাছাই করা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য ভারতের ১৫ সদস্যের দল:-

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ, দিনেশ কার্তিক, রিঙ্কু সিং, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব