iQOO Neo 5 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে আসছে iQOO 7

ভিভো-র সাব ব্র্যান্ড আইকো, আগামী ২৬ এপ্রিল ভারতে তাদের iQOO 7 সিরিজ লঞ্চ করবে বলে জানিয়েছে। স্বাভাবিকভাবেই লঞ্চের আগে ফোনগুলির টিজার প্রকাশ করছে ব্র্যান্ডটি। ইতিমধ্যেই জানা গেছে আইকো ৭ সিরিজ Amazon থেকে পাওয়া যাবে। আজ ই-কমার্স সাইট থেকে আসন্ন সিরিজের একটি প্রমোশনাল ইমেজ শেয়ার করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে iQOO 7 ফোনটি iQOO Neo 5 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

অ্যামাজনের তরফে আইকো ৭ এর যে ছবি শেয়ার করা হয়েছে তার সাথে হুবহু মিল আছে, চীনে লঞ্চ হওয়া আইকো নিও ৫ এর। কিছুদিন আগেই এই ফোনটি ভারতের BIS সার্টিফিকেশন লাভ করেছিল। তাহলে মনে করা হচ্ছিল iQOO 7 সিরিজের সাথে এই ফোনটিও লঞ্চ হবে। যদিও টিজার থেকে পরিষ্কার iQOO Neo 5 রিব্র্যান্ডেড হয়ে ভারতে আসবে।

এদিকে আইকো ইতিমধ্যেই নিশ্চিত করেছে ভারতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সবচেয়ে সস্তা স্মার্টফোন সিরিজ হবে iQOO 7। যদিও আইকো নিও ৫ স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে চীনে লঞ্চ হয়েছিল। সেক্ষেত্রে আমাদের অনুমান IQOO 7 স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে ভারতে পা রাখবে ( যেহেতু আইকো নিও ৫ এর রিব্র্যান্ডেড ভার্সন)। আবার iQOO 7 Legend-এ থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।

যদিও আমরা নিশ্চিত নই যে iQOO Neo 5 এর সমস্ত ফিচার সহ IQOO 7 ভারতে লঞ্চ হবে। কারণ চীনে iQOO 7 Legend BMW M Motorsport Edition ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ লঞ্চ হলেও, ভারতে এই ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে। ফলে iQOO 7 কিছুটা আলাদা ফিচার সহ আসলে অবাক হওয়ার কিছু নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন