Chromebook ল্যাপটপের জন্য লঞ্চ হল Mediatek Kompanio 1380 প্রসেসর

বর্তমান সময়ে পড়াশোনা এবং রোজকার কাজের জন্য Chromebook (ক্রোমবুক) ল্যাপটপগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই সমস্ত ডিভাইসের জন্য এবার পরিচিত চিপসেট নির্মাতা MediaTek আনল নতুন প্রসেসর, Kompanio 1380। সংস্থার মতে নতুন Kompanio চিপ উচ্চ কার্যক্ষমতা প্রদান করবে এবং কম শক্তি খরচ করবে। আসুন নতুন Kompanio 1380 প্রসেসরের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই এবং দেখে নিই আগামী দিনে কোন কোন ল্যাপটপে এটি ব্যবহৃত হতে পারে…

Mediatek Kompanio 1380 ক্রোমবুক প্রসেসরের স্পেসিফিকেশন

প্রথমেই বলে রাখি, মিডিয়াটেক কোমপানিও ১৩৮০ প্রসেসর ৫জি (5G) সক্ষম নয়, কারণ এতে ডেডিকেটেড ৫জি মডেম নেই। এটি আদতে অক্টা-কোর প্রসেসর, যা TSMC-এর ৬ ন্যানোমিটার (6nm) নোডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়া এতে রয়েছে ৩ গিগাহার্টজ পর্যন্ত চারটি এআরএম কর্টেক্স-এ৭৮ পারফরম্যান্স কোর এবং ২ গিগাহার্টজ পর্যন্ত চারটি এআরএম কর্টেক্স-এ৫৫ এফিসিয়েন্সি কোর। গ্রাফিক্সের জন্য, এতে এআরএম মালি-জি৫৭ জিপিইউ দেওয়া হয়েছে। সাথে এতে সাপোর্ট করবে ১৬ জিবি LPDDR4x র‌্যাম, eMMC, UFS 3.1 স্টোরেজ এবং NVMe স্টোরেজ।

উল্লেখ্য, নতুন চিপটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪কে রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়াও এতে AV1 হার্ডওয়্যার ডিকোডিং এর জন্য সমর্থন রয়েছে, পাশাপাশি আছে ডেডিকেটেড অডিও ডিজিটাল সিগন্যাল প্রসেসর (DSP)। কোম্পানির দাবি এর AI ক্যামেরা এবং AI ভয়েস, অ্যাপগুলিকে ত্বরান্বিত করবে এবং উন্নত ব্যাটারি লাইফ প্রদান করবে। প্রসেসরটিতে 5G কানেক্টিভিটির সুবিধা নেই বটে, তবে এটি দ্রুত সংযোগের জন্য ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৬ এবং ওয়াইফাই ৬ অপশন অফার করবে৷ উপরন্তু এটি মসৃণ ক্লাউড গেমিং ক্ষমতাসহ অসামান্য ওভারঅল পারফরম্যান্স দেবে বলে জানিয়েছেন মিডিয়াটেকের ইন্টেলিজেন্ট মাল্টিমিডিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার সি সেং।

Acer Chromebook Spin 513 ল্যাপটপ Kompanio 1380 প্রসেসর চালিত প্রথম ল্যাপটপ হবে

এই বছর CES ইভেন্টে লঞ্চ হওয়া এসার ক্রোমবুক স্পিন ৫১৩ (Acer Chromebook Spin 513) ল্যাপটপে প্রথমবার মিডিয়াটেক কোমপানিও ১৩৮০ প্রসেসর দেখা যাবে। এসার ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, তারা আগামী মাসে বিশ্বের নির্বাচিত অঞ্চলে তাদের লেটেস্ট ক্রোমবুক স্পিন ৫১৩ ডিভাইসের বিক্রি শুরু করবে। যদিও ভারতে কবে এই ল্যাপটপ মিলবে তা এখনো স্পষ্ট নয়।