WhatsApp আনল নতুন ফিচার, ফটো শেয়ার করার সময় ইচ্ছেমত কোয়ালিটি সেট করা যাবে

বিগত কয়েক সপ্তাহে নতুন প্রাইভেসি সেটিং, স্ট্যাটাস রিয়্যাকশন, কমিউনিটি এবং ইন-চ্যাট পোলের মত বেশ কিছু নতুন ফিচার চালু করার পর, এবার ইউজারদের জন্য একটি বহু প্রতীক্ষিত সুবিধা নিয়ে আসল WhatsApp। আসলে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির ইউজাররা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে, WhatsApp-এ ছবি/ভিডিও জাতীয় ফাইল শেয়ার করার সময় এর কোয়ালিটি খুবই কমে যায়। তবে এই সমস্যার সমাধান করতেই সম্প্রতি প্ল্যাটফর্মটি তার অ্যাপের সেটিংসে একটি ডেডিকেটেড ফটো আপলোড কোয়ালিটি সেকশন যুক্ত করেছে, যার মাধ্যমে ইউজাররা প্রিয়জন বা পরিচিতের কাছে ফটো পাঠানোর সময় ইচ্ছেমত কোয়ালিটি বেছে নিতে পারবেন।

যেমন এক্ষেত্রে সেরা মানের ছবি পাঠাতে চাইলে হোয়াটসঅ্যাপে ‘বেস্ট কোয়ালিটি’ (best quality) অপশন সিলেক্ট করা যাবে। আর এই অপশনের মাধ্যমে পাঠানো ফটোগুলি আকারে বড় হবে এবং এগুলি পাঠাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে। অন্যদিকে এখানে একইসাথে একটি সেকেন্ডারি ‘ডেটা সেভার’ (data saver) বিকল্প পাওয়া যাবে, যাতে অ্যাপটি থেকে ছবি পাঠানোর সময় বেশি ডেটা খরচ হবে না (সম্ভবত এতে কমপ্রেস ফাইল সেন্ড হবে)।

Whatsapp New Feature

WhatsApp-এ ফটো পাঠানোর সময় মিলবে আরো অপশন

তবে শুধু বেস্ট কোয়ালিটি বা ডেটা সেভার নয়, হোয়াটসঅ্যাপ তার অ্যাপের মাধ্যমে ফটো পাঠানোর জন্য একটি ‘অটো’ নামের অপশন প্রদান করবে, যার মাধ্যমে অ্যাপটি নিজে নিজেই ছবির কোয়ালিটি বেছে নেবে। উদাহরনস্বরূপ বলা যায়, যদি আপনার স্মার্টফোনে ওয়াই-ফাই কানেক্টিভিটি থাকে তাহলে হোয়াটসঅ্যাপ ‘বেস্ট কোয়ালিটি’ অপশনটি বেছে নেবে। অন্যদিকে মোবাইল ডেটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে তা নিজেই ‘ডেটা সেভার’ অপশন বেছে নেবে।

কীভাবে WhatsApp-এর এই নতুন ফটো আপলোড কোয়ালিটি সেকশন অ্যাক্সেস করবেন?

বলে রাখি, এই নতুন ফটো আপলোড কোয়ালিটি সেকশনটি হোয়াটসঅ্যাপ অ্যাপের সেটিংসে দৃশ্যমান। এটি ব্যবহার করতে ইউজারদের হোয়াটসঅ্যাপ খুলতে হবে এবং সেটিংসে ক্লিক করে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ (Storage and data) অপশনটি বেছে নিতে হবে। এরপর স্ক্রিনের নীচে আপনারা নতুন সেকশনটি দেখতে পাবেন।