দুর্দান্ত সাউন্ড ও দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে লঞ্চ হল Jabra Elite 4 TWS, রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার

ড্যানিশ ব্র্যান্ড Jabra আজ লঞ্চ করল তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড, যার নাম Jabra Elite 4 TWS। আপাতত অস্ট্রেলিয়া ও ব্রিটেনে ইয়ারফোনটি উপলব্ধ। এর বিশেষত্বের কথা বললে, এটিতে রয়েছে হিয়ারথ্রু প্রযুক্তি সহ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, স্পর্টিফাই ট্যাপ প্লেব্যাক, অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট এবং গুগল ফাস্ট পেয়ারের মতো উল্লেখযোগ্য অত্যাধুনিক ফিচার। পাশাপাশি, Jabra Elite 4 TWS এসেছে ফাস্ট-চার্জিং প্রযুক্তি সহ। সংস্থার দাবি, ইয়ারফোনটি একবার চার্জে ২৮ ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম। আসুন এবার দেখে নেওয়া যাক Jabra Elite 4 TWS ইয়ারবাডের দাম ও সমস্ত ফিচার।

Jabra Elite 4 TWS দাম ও প্রাপ্যতা

অস্ট্রেলিয়ায় Jabra Elite 4 TWS-এর দাম রাখা হয়েছে ১৭৯ ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৯,৭০০ টাকা) এবং ব্রিটেনে ইয়ারফোনটির দাম ১১৯.৯৯ জিবিপি (ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২,০০০ টাকা)। তবে এখনও পর্যন্ত ভারতে ইয়ারফোনটির লঞ্চের বিষয়ে সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, ইয়ারফোনটি ব্ল্যাক, মিন্ট এবং নেভি এই তিনটি রঙে উপলব্ধ।

Jabra Elite 4 TWS স্পেসিফিকেশন ও ফিচার

জাব্রা এলিট ৪ টিডব্লুএস ইয়ারফোনটি সিকিউর অ্যাক্টিভ ফিটের সাথে এসেছে, যেটা আসলে অর্গোনমিক ও উইং-মুক্ত ডিজাইন। এর ফলে ওয়ার্কআউটের সময় ইয়ারফোনটি ব্যবহার করলেও সুরক্ষিত থাকবে। এতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার, ফলে বাইরের আওয়াজ গান শোনা বা ফোন কলের সময় কানে প্রবেশ করবে না। সঙ্গে আছে হিয়ারথ্রু প্রযুক্তি, যার মাধ্যমে আপনি আপনার যতটুকু বাইরের শব্দ প্রয়োজন তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

আবার, জাব্রা এলিট ৪ টিডব্লুএস ইয়ারবাডটিতে রয়েছে চারটি মাইক্রোফোন, সেগুলি আবার একটি বিশেষ জালের আস্তরণ বিশিষ্ট। সংস্থার দাবি, এই বিশেষ জালটি হাওয়ার শব্দকে বাধা দেবে, ফলে ফোন কলে থাকার সময় আপনার কন্ঠস্বর বিপরীত প্রান্তের ব্যক্তি একদম পরিষ্কার শুনতে পারবেন। এই ইয়ারফোনটিতে রয়েছে ৬মিমি (mm) ড্রাইভার।

Jabra Elite 4 TWS ইয়ারফোনটি ব্যবহারকারীকে Jabra Sound+ অ্যাপের মাধ্যমে ইকুইলাইজার দিয়ে শব্দকে কাস্টমাইজ করার সুযোগ দেয়। স্ট্রিমিং অ্যাপে দ্রুত অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে এটি একটি স্পর্টিফাই ট্যাপ প্লেব্যাক ফিচার সহ এসেছে। এছাড়া ইয়ারফোনটি আইপি৫৭ রেটিং প্রাপ্ত, ফলে এটি জল ও ধুলো ময়লা প্রতিরোধ ক্ষমতা বিশিষ্ট।

কানেক্টিভিটির কথা বলতে গেলে, ইয়ারবাডটিতে রয়েছে ব্লুটুথ ভার্সন ৫.২। এছাড়া এটি অ্যামাজন অ্যালেক্সা, গুগল ফাস্ট পেয়ার প্রযুক্তির মতো দ্রুত সংযোগ ব্যবস্থার সঙ্গে এসেছে। রয়েছে একটি মনো মোড, যার ফলে আপনি স্বাধীনভাবে ইয়ারবাডটিকে ব্যবহার করতে পারবেন।

সংস্থার দাবি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড চালু থাকলেও ইয়ারফোনটি একবার চার্জে ৮ ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া চার্জিং কেস সহ ব্যবহার করলে আরও অতিরিক্ত ২১ ঘন্টা ব্যবহারযোগ্য সময় পাওয়া যাবে। সর্বোচ্চ ৩০ ঘন্টা পর্যন্ত ইয়ারফোনটি চলতে সক্ষম। যেহেতু ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে তাই মাত্র ১০ মিনিটের চার্জে ইয়ারবাডে গান শোনা যাবে পাক্কা এক ঘন্টা। অ্যামাজনের ব্রিটেনের সাইট অনুযায়ী, প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র ৫ গ্রাম এবং কেসের ওজন ৪৭.৫ গ্রাম।