অগ্রিম বুকিংয়ে ঝড় তুলছে Nothing Phone 2, দাম ঘোষণার আগেই সব ফোন বিক্রি হয়ে গেল

নাথিং কয়েকদিন আগেই নিশ্চিত করেছে যে, আগামী ১১ জুলাই বিকাল ৪টায় (ব্রিটিশ সামার টাইম) তারা বিশ্ববাজারে তাদের পরবর্তী প্রজন্মের Nothing Phone (2) হ্যান্ডসেটটি লঞ্চ করবে। লঞ্চ ইভেন্টের আগে, ব্র্যান্ডটি ইতিমধ্যেই তাদের এই বহু প্রতীক্ষিত স্মার্টফোনটির সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ বিবরণ প্রকাশ করেছে। এমনকি সম্প্রতি একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে আপকামিং ফোনটির ডিজাইনও সামনে এসেছে। কাজেই, Nothing Phone (2)-কে নিয়ে স্মার্টফোন অনুরাগীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে। গত সপ্তাহে নাথিং ফ্লিপকার্ট (Flipkart)-এ এই হ্যান্ডসেটটির প্রি-অর্ডার প্রক্রিয়া চালু করে, যার সাথে একাধিক আকর্ষণীয় অফারও ঘোষণা করা হয়। আর এখন, নাথিংয়ের সহ-প্রতিষ্ঠাতা জানিয়েছেন যে, Nothing Phone (2)-এর সবকটি প্রি-অর্ডার পাস ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। আসুন তাহলে এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

সপ্তাহ ঘুরতেই Nothing Phone (2)-এর প্রি-অর্ডার ফুল

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে গত ২৯ জুন নাথিং ফোন (২)-এর প্রি-অর্ডার শুরু হয়। কোম্পানিটি দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির কার্ডের সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ৪৯৯ টাকায় ফোন (২)-এর কেস, ৩৯৯ টাকায় ফোন (২)-এর স্ক্রিন প্রটেক্টর এবং ১,৪৯৯ টাকার ছাড়মূল্যে ২,৪৯৯ টাকার নাথিং (পাওয়ার) ৪৫ ওয়াট চার্জার সহ বেশ কয়েকটি প্রি-বুকিং অফার ঘোষণা করেছিল৷ এছাড়াও, যে গ্রাহকরা ফোন (২) প্রি-বুক করেছেন, তারা ৮,৪৯৯ টাকার আসল দামের তুলনায় মাত্র ৪,২৫০ টাকায় নাথিং ইয়ার (স্টিক) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডটিও পেতে পারেন।

এতগুলি আকর্ষণীয় অফার যে গ্রাহকরা এড়িয়ে যাবেন না, তা বলাই বাহুল্য। আর তার ফলস্বরূপ নাথিং ফোন (২)-এর প্রি-অর্ডার সাত দিনের মাথাতেই সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গেছে। নাথিং-এর সহ-প্রতিষ্ঠাতা আকিস ইভানজেলিডিস টুইটারে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যে সমস্ত আগ্রহী ব্যক্তিরা হ্যান্ডসেটটি প্রি-অর্ডার করতে পারেননি, তাদের উদ্দ্যেশে কোম্পানির ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন যে, নাথিংয়ের টিম শীঘ্রই ফ্লিপকার্টে আরও প্রি-অর্ডার পাস উপলব্ধ করার জন্য কাজ করছে। নাথিং ফোন (২)-কে এখন ই-কমার্স প্ল্যাটফর্মে ‘কামিং সুন’ ট্যাগ এবং ৮ জুলাই তারিখের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। প্রি-অর্ডার করা ব্যক্তিরা ডিভাইসটি পরে কিনতে না চাইলে ২,০০০ টাকার প্রি-অর্ডার পাসের পরিমাণ ফেরতযোগ্য বলে ইতিমধ্যে নিশ্চিত করেছে নাথিং। তবে, যদি তারা ডিভাইসটি শেষ পর্যন্ত কেনেন, তাহলে তারা উল্লিখিত প্রি-বুকিংয়ের সুবিধাগুলি পাবেন।

উল্লেখ্য, নাথিংয়ের সহ-প্রতিষ্ঠাতা আকিস ইভানজেলিডিস তার একটি টুইটে এক ইউজারকে উত্তর দিয়েছেন যে, যারা প্রি-অর্ডারের পরে Nothing Phone (2) অর্ডার করবেন, তারা প্রথম ব্যাচ সরবরাহ করার অল্প কয়েক দিনের মধ্যেই তাদের অর্ডার করা ইউনিটটি পেয়ে যাবেন।