7000 টাকা দাম কমলো Motorola-র 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 জিবি র‌্যামের এই ফোনের

Moto G32 এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৮,৯৯৯ টাকা। তবে সেলে এটি ৩৬ শতাংশ ছাড়ে ১১,৯৯৯ টাকায় কেনা যাবে

গত সপ্তাহ থেকে শুরু হয়েছে Flipkart Big Saving Days Sale। এই সেলে স্মার্টফোনের উপর ডিসকাউন্ট, ব্যাংক ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এর ফলে সাশ্রয়ী মূল্যে দামি দামি ফোন কেনার সুযোগ পাওয়া যাবে। এই প্রতিবেদনে আমরা Moto G32 ফোনের উপর পাওয়া অফার সম্পর্কে আপনাদের কে জানাবো। ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে এটি ৭০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

Moto G32-এর উপর এই অফার রয়েছে

মোটো জি৩২ এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৮,৯৯৯ টাকা। তবে সেলে এটি ৩৬ শতাংশ ছাড়ে ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনের উপর ৭,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

আবার SBI-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,২৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে দেওয়া হবে ৫% ক্যাশব্যাক। এ ছাড়া ইএমআইতেও মোটো জি৩২ কেনা যাবে। এর জন্য আপনাকে প্রতি মাসে ৪২২ টাকা দিতে হবে। 

Moto G32 এর ফিচার ও স্পেসিফিকেশন

Moto G32 ফোনের সামনে দেখা যাবে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০৫ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করবে। আর পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

আর ফটোগ্রাফির জন্য এই Motorola হ্যান্ডসেটে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট রয়েছে। আর ফোনটির সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাচ্ছে।