দুশ্চিন্তা বাড়ছে iPhone ও iPad ব্যবহারকারীদের, Apple কে দিতে হবে থার্ড পার্টি অ্যাপস্টোরের অনুমোদন

iOS 17.4 সফ্টওয়্যার আপডেটে আইফোন (iPhone) এবং আইপ্যাড (iPad) -এর জন্য একটি নতুন ফিচার অন্তর্ভুক্ত করা হবে, যেটি হল সাইডলোডিং অ্যাপের অনুমোদন।

গত বছর ইউরোপীয় ইউনিয়ন (EU) দ্বারা সমস্ত স্মার্টফোন এবং গ্যাজেটের জন্য একটি সাধারণ চার্জিং স্ট্যান্ডার্ড অনুসরণ করার নিয়ম জারি করা হয়েছিল। যার দরুন Apple একপ্রকার বাধ্য হয়ে তাদের আইফোনে (iPhone) লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করে। এখন আবার ইউরোপীয় ইউনিয়ন তাদের ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ (DMA) নিয়ম নিয়ে হাজির হল, যার দ্বারা পুনরায় প্রভাবিত হতে চলেছে টেক জায়ান্টটি।

সদ্য ঘোষিত এই নিয়ন্ত্রক নীতি মেনে এখন অ্যাপ স্টোর (App Store) -এ একগুচ্ছ পরিবর্তন নিয়ে আসতে চলেছে Apple। পাশাপাশি আসন্ন iOS 17.4 সফ্টওয়্যার আপডেটে আইফোন (iPhone) এবং আইপ্যাড (iPad) -এর জন্য একটি নতুন ফিচার অন্তর্ভুক্ত করা হবে, যেটি হল সাইডলোডিং অ্যাপের অনুমোদন। অর্থাৎ থার্ড পার্টি অ্যাপস্টোর থেকেও অ্যাপ ডাউনলোড করতে পারবেন iPhone ব্যবহারকারীরা।

যদিও অনেকেই এই সিদ্ধান্তে অবাক হতে পারেন। কেননা টিম কুকের সংস্থাটি যে ‘সর্বাধিক নিরাপদ সিকিউরিটি সিস্টেম’ প্রদানের জন্য বিখ্যাত, তা ক্ষুন্ন হতে পারে এই পদক্ষেপের জন্য। তবে এক্ষেত্রে ভারতীয় আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। কারণ ভারতে এই ফিচার এক্ষুনি আসছে না।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অধীনে থাকা মোট ২৭টি দেশে Apple নয়া ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ (DMA) নিয়ন্ত্রক নীতি মেনে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই পরিবর্তনগুলি চালু চলেছে। এক্ষেত্রে টেক জায়ান্টটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা স্বেচ্ছায় এইসকল পরিবর্তনগুলি নিয়ে আসছে না। বরং নীতি মেনে বাধ্য হচ্ছে সাইডলোডিং ফিচার সহ অন্যান্য পরিবর্তন চালু করতে। আসলে আসন্ন পরিবর্তনগুলি আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বিভিন্ন প্রকারের নিরাপত্তাজনিত হুমকি তৈরি করতে পারে। যেকারণে অ্যাপল DMA নিয়মের বিপক্ষে।

এবিষয়ে অ্যাপলের এক্সিকিউটিভ ফিল শিলার (Phil Schiller) মন্তব্য করেছেন যে, – “ইউরোপীয় ইউনিয়ন প্রবর্তিত ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ মেনে আমাদের এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে হচ্ছে যা ব্যবহারকারীদের জন্য নতুন ঝুঁকির সৃষ্টি করতে পারে৷ আসন্ন পরিবর্তনগুলি শুধুমাত্রই আইন মেনে চলার জন্য রোলআউট করা হবে। DMA নীতির জন্য ভবিষ্যতে তৈরী হওয়া যাবতীয় গোপনীয়তা ও নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে এবং ব্যবহারকারিদের সুরক্ষিত রাখতে অ্যাপল সর্বদা সচেষ্ট থাকবে।”

অতএব একটা বিষয় স্পষ্ট যে, ইউরোপীয় ইউনিয়নের দ্বারা চালু করা DMA নীতি যদি ঐচ্ছিক হতো তবে Apple কখনোই তা মেনে নিতো না। কারণ এই পরিবর্তনগুলি আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের সমস্যায় ফেলতে পারে। তবে ভারত বা অন্যান্য অঞ্চলে সাইডলোডিং ফিচার সহ অন্যান্য পরিবর্তন নিয়ে আসতে টেক জায়ান্টটি বাধ্য নয়। তাই নির্বাচিত ২৭টি দেশের বাইরে পরিবর্তনগুলি রোলআউট করা হচ্ছে না।