IPL 2024: চিন্তা বাড়ছে CSK শিবিরে, কনওয়ের পর এবার আইপিএলে অনিশ্চিত দলের প্রধান পেসার

২১ বছর বয়সী মাথিশা পাথিরানা গত বছর চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাই দলের হয়ে ১২ ম্যাচে মোট ১৯ টি উইকেট সংগ্রহ করেছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে এগিয়ে আসায় যোগ্যতা অর্জনকারী দেশগুলি তাদের ক্রিকেটারদের সম্পূর্ণভাবে সুস্থ রাখার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। তাই এই বছর আইপিএলের (IPL 2024) মতো টুর্নামেন্টে না খেলার জন্য একাধিক ক্রিকেটার নাম তুলে নিয়েছেন। এবার এর মধ্যেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শিবিরে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) চিন্তা বাড়ালেন।

২১ বছর বয়সী মাথিশা পাথিরানা গত বছর চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাই দলের হয়ে ১২ ম্যাচে মোট ১৯ টি উইকেট সংগ্রহ করেছিলেন। শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গার মতো তার বোলিং ভঙ্গিমা ইতিমধ্যেই সকলকে মুগ্ধ করেছে। এর সঙ্গেই চেন্নাই সুপার কিংসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিচর্যায় পাথিরানা আরও ধারালো হয়ে উঠেছেন। ডেথ ওভারে তিনি বল হাতে দলকে যথেষ্ট ভরসা দিয়েছেন। তবে আইপিএল ২০২৪-এর আগেই এবার পাথিরানা চেন্নাই শিবিরে চিন্তা বাড়ালেন।

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই তরুণ পেসার পায়ের পেশিতে চোট পেয়েছেন। তিনি কমপক্ষে ৪ থেকে ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। এর ফলে পাথিরানা এই বছর আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে পারবেন না। এর সঙ্গেই ২২ মার্চ এই বছর আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে তিনি অনুপস্থিত থাকতে চলেছেন। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে এবং এই ক্রিকেটারের জন্য সমস্ত রকম সতর্কতা অবলম্বন করতে তারা প্রস্তুত।

এই বিষয়ে একজন সিনিয়র চেন্নাই সুপার কিংস কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, “মাথিশা পাথিরানাকে কখন পাওয়া যাবে তা জানতে আমাদের শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে কথা বলতে হবে। তিনি আমাদের প্রধান বোলারদের একজন কিন্তু এই বিষয়গুলি ক্রিকেটে স্বাভাবিক ঘটনা।” অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো বৃহস্পতিবার বলেছেন যে তারা এই বছর ডেথ ওভারে সেরা বোলিং দল হতে চলেছে। ফলে বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে প্রথম দিকে বেশি দায়িত্ব নিতে হবে।