পুরনো হলেও জনপ্রিয়তা অটুট, 150-160cc বাইকের চাহিদায় শীর্ষে Honda Unicorn

১৫০-১৬০ সিসি বাইকগুলি যেমন বাস্তবিকতায় মোড়ানো, পাশাপাশি শক্তির দিক থেকেও চালকদের চাহিদা পূরণ করে। তাই সংশ্লিষ্ট সেগমেন্টে মডেলগুলির চাহিদাও যথেষ্ট বেশি। গাড়ি সংস্থাগুলির সংগঠন SIAM এর তালিকায় সেই ট্রেন্ড স্পষ্ট। এবার গত মাসে ভারতে সর্বাধিক বিক্রিত ১৫০-১৬০ সিসি বাইকের তালিকা প্রকাশ হয়েছে। আসুন সেরা পাঁচটি মডেল সম্পর্কে এক নজরে দেখে নিই।

Honda Unicorn

উক্ত সেগমেন্টে বেস্ট সেলিং মোটরসাইকেল হিসেবে আত্মপ্রকাশ করেছে Honda Unicorn। জাপানি বাইকটি গত মাসে মোট ২৮,৭২৯ জন নতুন ক্রেতার হদিশ পেয়েছে। যে কারণে এটি তালিকার শীর্ষস্থানটি দখল করতে পেরেছে।

TVS Apache

এদেশের বাইকপ্রেমীদের কাছে TVS Apache-এর প্রতি বরাবরের ভালোবাসা। এ বছর নভেম্বরে এর বেচাকেনার পরিমাণ ছিল ২৭,১২২ ইউনিট। বিক্রির এই সংখ্যার মধ্যে Apache RTR 160 ও Apache RTR 160 4V উভয় মডেলই বর্তমান। তবে আগের বছর ওই মাসে এদের বেচাকেনার পরিমাণ ছিল ২৮,৬০৮ ইউনিট।

Bajaj Pulsar

তালিকায় TVS Apache-র পরেই রয়েছে Bajaj Pulsar। গত মাসে এটির ১৫০ সিসি মডেল বিক্রি হয়েছে ১৩,৫৩৫ ইউনিট।

Yamaha FZ-FI

তালিকার চতুর্থ স্থানে জায়গা দখল করেছে Yamaha FZ-FI। গত মাসে FZ-X, FZ S FI, FZ-FI মিলিয়ে মোট ৭,৯৮৮ ইউনিট বিক্রি হয়েছে। এদিকে আগের বছর নভেম্বরে উক্ত মডেলগুলির বেচাকেনার পরিমাণ ছিল ৭,৬২৪ ইউনিট।

Yamaha R15

স্পোর্টস বাইকের দুনিয়ায় বরাবরের জন্য একটি জনপ্রিয় নাম হল Yamaha R15। এই সিরিজের মধ্যে রয়েছে নতুন R15 V4 ও R15S। গত মাসে এদের সম্মিলিত বেচাকেনার পরিমাণ ছিল ৭,৪২৭ ইউনিট। আগের বছর যেই সংখ্যাটি ছিল ৮,৩৯২।